লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের ৭৫ সংসদ সদস্য প্রার্থীর তালিকা প্রকাশ

৩১ অক্টোবর ২০২৫, ০৫:২৫ PM
প্রার্থী ঘোষণা অনুষ্ঠান

প্রার্থী ঘোষণা অনুষ্ঠান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে দলটি। আজ শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনের হোটেল গ্র্যান্ড তাজে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

প্রার্থীদের নাম ঘোষণাকালে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে শোষণ, বৈষম্য, প্রতিহিংসামুক্ত ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। পার্টির ধর্ম-কর্ম-সাম্যবাদের আদর্শ ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রচার-প্রচারণার অংশ হিসাবে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে নির্বাচনী শিডিউল ঘোষণার পরেই চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ইরান বলেন, আমরা এখনো আনুষ্ঠানিক কোন পক্ষের সঙ্গে জোট বা আসন সমঝোতা করিনি। জোট বা সমঝোতার প্রশ্ন আসলে জাতীয় নির্বাহী কমিটির সীদ্ধান্ত গ্রহণ করবে।

লেবার পার্টির প্রথম পর্বের আনারস প্রতীকের মনোনীত ৭৫ জন প্রার্থী হলেন: মোস্তাফিজুর রহমান ইরান (ঝালকাঠি-১ ও পিরোজপুর-২), মো. জাহিদুল ইসলাম (পিরোজপুর-১), সৈয়দ মো. মিলন (ঝালকাঠি-২), মো. লিটন খান রাজু (বরগুনা-১), মুজিবুর রহমান বাদসা (বরগুনা-২), মো. আশরাফ হোসেন (ভোলা-১), মো. মনির হোসেন (ভোলা-২), হেলাল উদ্দিন চৌধুরী (ভোলা-৩), এস এম সোহেল মাহমুদ (বরিশাল-৫), মো. রেজাউল রহমান (নাসির তালুকদার) (বরিশাল-৬), শেখ মোহাম্মদ আলী (ঢাকা-১), মুফতি আরিফ বিন শহীদ (ঢাকা-৩), মো. এনামুল হক আকন্দ (ঢাকা-৪), মো. মাসুদ আলম পাটোয়ারী (ঢাকা-৫), মো. রাকেশ রহমান (ঢাকা-৬), এডভোকেট জোহরা খাতুন জুঁই (ঢাকা-৭), খন্দকার মিরাজুল ইসলাম (ঢাকা-৮), মিসেস মাহফুজা খানম (ঢাকা-৯), হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা (ঢাকা-১০), সাবিনা ইয়াসমিন (ঢাকা-১১), মিসেস তাহমিনা আক্তার (ঢাকা-১২), মো. মশিউর রহমান (ফরিদপুর-১), মাস্টার জহিরুল হক (মাদারীপুর-৩), মো. শামিম আহমেদ (গাজীপুর-২), এসএম ইউসুফ আলী (গাজীপুর-৫), মো. হাবিবুল হক (মানিকগঞ্জ-২), মাওলানা আবদুল বাসেত (মানিকগঞ্জ-৩), মো. আনিস মোল্লা (মুন্সিগঞ্জ-২), মাওলানা মিজানুর রহমান (মুন্সিগঞ্জ-৩), মো. মনির হোসেন খান (নারায়নগঞ্জ-৩), আবদুর রহমান খোকন (নারায়ণগঞ্জ-৪), মাহবুব আলম লিটন (মাগুরা-১), খন্দকার মোহাম্মদ মিলন (মাগুরা-২), দাতো মো. এবাদত হোসেন (গোপালগঞ্জ-৩), মাহবুবুর রহমান খালেদ (সিলেট-১), দেওয়ান মতিউর রহমান (সিলেট-৩), মো. নজরুল ইসলাম (সুনামগঞ্জ-৩), শাহ মাসুম বিল্লাহ ফারুকী (মৌলভীবাজার-৩), মো. খোরশেদ আলম (কুমিল্লা-৫), আলমগীর হোসেন মোল্লা (কুমিল্লা-৬), আবু বকর সিদ্দিক (ব্রাহ্মণবাড়ীয়া-৬), মাওলানা শিহাব ইবনে হাবিবুল্লাহ (ব্রাহ্মণবাড়ীয়া-৫), মো. মোসলেম উদ্দিন (নেত্রকোনা-৫), মুফতি তরিকুল ইসলাম সাদি (নেত্রকোনা-৪), মো. জহিরুল হক জহির (নোয়াখালী-৫), মো. নুরুন্নবী খন্দকার (ফেনী-৩), নাসিমা নাজনীন সরকার (চাঁদপুর-২), জহিরুল ইসলাম (চাঁদপুর-৩), মোহাম্মদ মনির হোসেন (লক্ষিপুর-২), ডাঃ কামাল উদ্দিন চৌধুরী (চট্টগ্রাম-২), মো. আলাউদ্দিন আলী (চট্টগ্রাম-৫), মো. আফসার উদ্দিন (চট্টগ্রাম-৮), আনোয়ার হোসেন মানিক (চট্টগ্রাম-৯), মজিবুর রহমান মুজিব (চট্টগ্রাম-১০), ডাঃ জনু মিয়া (চট্টগ্রাম-১৩), মোহাম্মদ হোসাইন (চট্টগ্রাম-১৬), মোহাম্মদ আবদুস শুক্কুর (কক্সবাজার-২), আব্দুল্লাহ আল মামুন (কিশোরগঞ্জ-১), মহিব্বুল্লাহ আল মাহাদী (কিশোরগঞ্জ-২), শেখ মামুন মিয়া (কিশোরগঞ্জ-৫), মেজবাউল ইসলাম সজিব (রাজশাহী-২), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (রাজশাহী-৫), অধ্যাপক টিপু সুলতান (খুলনা-২), মনিরুল হক মনি (বাগেরহাট-১), রিয়াদুল ইসলাম আফজাল (বাগেরহাট-৩), ডাঃ আব্দুল্লাহ আল মামুন (টাঙ্গাইল-১), আরিফ সরকার (টাঙ্গাইল-৬), অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহা (যশোর-৪), এডভোকেট আমিনুল ইসলাম রাজু (কুষ্টিয়া-৫), মোহাম্মাদ আলী (মেহেরপুর-১), মোহাম্মদ ওয়াসিম (নীলফামারী-৪), এডভোকেট সিরাজুল ইসলাম খান (দিনাজপুর-৬), মোহাম্মদ শুভ আহমেদ (লালমনিরহাট-১), মো. ফেরদাউস আলম (পঞ্চগড়-১) ও মো. রাজু বেপারী (পঞ্চগড়-২)।

সংবাদ সম্মেলনে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মো. হেলাল উদ্দিন চৌধুরী, মুফতি তরিকুল ইসলাম সাদি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, মহানগর সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, ডা. ইউসুফ উল্লাহ পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

জামায়াতের সাড়ে ১২ ঘণ্টার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
৩৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, ফিরে পেলেন ৪৫ জন (তালিকা)
  • ১৭ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোর আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন চাকরি, পদ ৯, আবেদন শুরু ১৯…
  • ১৭ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বাতিল হওয়ার পর যা বললেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
যশোর সীমান্তে গত বছর অভিযানে ৩৭৭ কোটি টাকার চোরাচালান জব্দ
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9