শাপলা নয়, নির্বাচনী প্রতীকে যুক্ত হলো ‘শাপলা কলি’

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন
নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন  © সংগৃহীত

নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে শাপলা প্রতীক যুক্ত করার দাবি জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘Representation of the People Order, 1972 (President's Order No. 155 of 1972 ) এর Article 94’-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করল। 

উপরি-উক্ত বিধিমালার বিধি-৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হবে। যথা: ১. এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে, অনুচ্ছেদ ২০ এর দফা (১) এর অধীন, স্থগিতকৃত প্রতীক ব্যতীত, নিম্নবর্ণিত প্রতীকসমূহ হইতে, প্রাপ্যতা সাপেক্ষে, যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। 

আরও পড়ুন: বেতন সর্বোচ্চ দেড় লাখ, সর্বনিম্ন ৩০ হাজারের প্রস্তাব ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের

প্রতীকগুলো হলো- আপেল, গরুর গাড়ি, টেলিফোন, ফুলের মালা, রকেট, আনারস, গাভী, টেলিভিশন, বই, আম, গামছা, ডাব, বক, রেল ইঞ্জিন, রিকশা, আলমিরা, গোলাপ ফুল, ড্রেসিং টেবিল, বাঘ, লিচু, ঈগল, ঘণ্টা, ঢেঁকি, বটগাছ, লাঙ্গল, উট, ঘুড়ি, তারা, বাইসাইকেল, শাপলা কলি, উদীয়মান সূর্য, ঘোড়া, তালা, বালতি, সোনালী আঁশ, একতারা, চাকা, থালা, বেবী টেক্সি, সেলাই মেশিন, কাঁচি, চাবি, দাঁড়িপাল্লা, বৈদ্যুতিক পাখা ও সোফা।


সর্বশেষ সংবাদ