৪ বিশ্ববিদ্যালয়ের মতোই ফলাফল হবে জাতীয় নির্বাচনে: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান  © সংগৃহীত

একটি রাজনৈতিক দল ভাবছে সারা বাংলাদেশে আর ভোট দেয়ার প্রয়োজন নেই, সেই জামানা শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, এই রাজনৈতিক দলে ভাব একটু কমেছে ৪টি বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর। বিশ্ববিদ্যালগুলোর নির্বাচনে যারা ফুল প্যানেল নির্বাচিত হওয়ার চিন্তা করেছিলো তারা হেরেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এটাই হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ স্টাইলে আর কোনো নির্বাচন হবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধানের মৌলিক পরিবর্তন, জুলাই সনদের আইনি ভিত্তি, সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠিত করা, গণহত্যার বিচার করার অঙ্গীকার করেছেন। এই অঙ্গীকারের কোনটি করছেন জাতির কাছে তা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি জানান। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদের বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছি। আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই; তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।’

উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শুরা সদস্য আব্দুল খালেক এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হাসানুল বান্না উজ্জ্বল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!