পিআর ইস্যুতে বিএনপি-জামায়াত উভয় দলকে যে পরামর্শ দিলেন মির্জা গালিব

মির্জা গালিব
মির্জা গালিব  © সংগৃহীত

ফেসবুক পোস্টে মির্জা গালিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষ। রিফর্ম নিয়ে অনেক আলোচনা হইছে—কিছু কিছু বিষয়ে ঐকমত্য হইছেপিআর ইস্যুতে বিএনপি-জামায়াত উভয় দলকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব। বাংলাদেশ সময় সোমবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। , আবার অনেক বিষয়ে হয় নাই। আমার ব্যক্তিগত মত হলো, যদি উচ্চকক্ষে পিআর সিস্টেম, সংবিধান সংশোধনের ক্ষমতা, এবং বিভিন্ন সাংবিধানিক পদের অ্যাপয়েন্টমেন্ট ভেটিংয়ের ক্ষমতা দেওয়া যায়, তাহলে এটি একটি কার্যকর চেক অ্যান্ড ব্যালান্স তৈরি করবে। রিফর্ম প্রস্তাব থেকে এই অংশটি বাদ দিয়া দিলে পুরো রিফর্ম প্রস্তাবই অনেকাংশে কার্যকারিতা হারাবে।

দুঃখজনকভাবে, বিএনপি উচ্চকক্ষে পিআর সিস্টেমের বিরোধিতা করতেছে। আর জামায়াত উচ্চকক্ষে পিআর-এর পাশাপাশি নিম্নকক্ষেও পিআর দাবি করতেছে।

সবচাইতে ভালো হইতো যদি বিএনপি উচ্চকক্ষে পিআর সিস্টেমের ব্যাপারে আপত্তি তুলে নিত, আর জামায়াত নিম্নকক্ষে পিআর-এর দাবি তুলে নিত — তাইলে আমরা একটি রাজনৈতিক ঐকমত্যে পৌছাতে পারতাম।


সর্বশেষ সংবাদ