পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের মানববন্ধন

১৫ অক্টোবর ২০২৫, ০৮:২৭ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২০ PM
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা © টিডিসি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা জরুরি। এতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন সম্ভব হবে।

তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সহযোগী দলগুলোসহ ১৪ দলীয় জোট রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে। তাই এসব দল নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

বক্তারা আরও বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে পিআর পদ্ধতি একটি কার্যকর ব্যবস্থা হতে পারে। এই ব্যবস্থায় ভোটের অনুপাত অনুযায়ী সংসদে আসন বণ্টন করা হয়, ফলে কোনো দলই জনগণের ভোটের চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে না।

সরকারের সমালোচনা করে নেতারা বলেন, ‘সরকার একটি বিশেষ দলকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যে কর্মকাণ্ড করত, এই বিশেষ দলটি এখন সেই একই পথে চলছে। আমরা চাই, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ, যা ২৪ জুলাই বিপ্লবের চেতনায় প্রতিষ্ঠিত হবে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। এতে আরও বক্তব্য দেন জেলা সভাপতি শেখ মুহাম্মদ শাহ আলম, সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল এবং প্রচার ও দাওয়াহ সম্পাদক এম আবু হানিফ নোমান প্রমুখ।

বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি
  • ১৭ জানুয়ারি ২০২৬
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9