আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আসীন করতে ঐক্যের বিকল্প নেই : এ্যানি

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ PM
সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উঁচিয়ে ধরতে হবে। এখন থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী নির্বাচনই বিএনপির মূল লক্ষ্য। এই সম্মেলন থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে, ঘরে ঘরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করবে। আজকের এই সম্মেলনে আমরা সবাই এক মঞ্চে এসেছি। রামগঞ্জে ঐক্যের বন্ধন গড়ে উঠেছে। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই, কোনো মতভেদ নেই। উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়েছেন।

রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।

আরও পড়ুন: রাবিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে হামলার অভিযোগ

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ইমাম হোসেন, হারুন অর রশিদ, ইয়াছিন আলী ও রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার সহধর্মিনী নাসিমা হক প্রমুখ।

কাউন্সিল উপলক্ষে আয়োজিত সমাবেশ-পরবর্তী বেলা সাড়ে ৩টায় গোপন ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়। উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ১৯জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করছেন। উপজেলার ১০টি ও পৌরসভার ১০টি ওয়ার্ডের ১৪২০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

হোস্টিং ডটকমকে বাংলাদেশে স্বাগত জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব
  • ১৫ জানুয়ারি ২০২৬
দেশের বেসরকারি উচ্চশিক্ষায় আইইউবিএটির ৩৫ বছরের গৌরবময় পথচলা
  • ১৫ জানুয়ারি ২০২৬
এসএসসির কেন্দ্র তালিকা নতুন করে প্রকাশ করল শিক্ষা বোর্ড
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্র…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থীর উপর হামলা প্রমাণ করে আইনশৃঙ্খলা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9