রাবিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে হামলার অভিযোগ

রাবিতে কোটা পুনর্বহালের আন্দোলনে হামলার অভিযোগ
রাবিতে কোটা পুনর্বহালের আন্দোলনে হামলার অভিযোগ  © ভিডিও থেকে সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে আন্দোলনরত একদল শিক্ষার্থী এ অভিযোগ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। শিক্ষার্থীরা যে ব্যারিকেড দিয়েছিল, সেখানে ডেপুটি রেজিস্ট্রার শুভ নামে এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়।  সালাউদ্দিন নামে একজনের মাথায় আঘাত করা হয়েছে। এই হামলার সঙ্গে বিএনসিসির লোকজনও জড়িত। শিক্ষার্থীদের অনেকেরই কলার চেপে ধরা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ পোষ্য কোটা পুনর্বহাল না করা হলে ২১ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতির হুঁশিয়ারি দেন।

এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকালে ভর্তি কমিটির সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্তসাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সন্ধ্যায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানায়।

শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

প্রশাসনের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করেন তারা।

এর আগে ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেন।

১৩ অগাস্ট থেকে পোষ্য কোটা পুনর্বহালসহ ৮ দফা দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন। এরই অংশ হিসেবে ২৪ থেকে ২৬ অগাস্ট পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।

পরে ২৪ অগাস্ট প্রশাসনের আশ্বাসে তিন দিনের অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিলেন পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।


সর্বশেষ সংবাদ