বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

১৫ আগস্ট ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৬:৪২ PM
লন্ডনে পরিবারের সদস্যদের সাথে বেগম খালেদা জিয়া

লন্ডনে পরিবারের সদস্যদের সাথে বেগম খালেদা জিয়া © ফাইল ফটো

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়ার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরেই, বাবার কর্মস্থলে। বেগম জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীতে।

১৯৬০ সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। এই দম্পতির দুই সন্তান—তারেক রহমান (জন্ম ২০ নভেম্বর ১৯৬৫) এবং আরাফাত রহমান কোকো (জন্ম ১২ আগস্ট ১৯৬৯)। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট শুরু করলে জিয়াউর রহমানের নেতৃত্বে বাঙালি সেনারা বিদ্রোহ করেন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর খালেদা জিয়ার রাজনীতিতে আসা। দলের নেতাকর্মীদের আহ্বানে ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ নেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর আরও দুই দফায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ওয়ান-ইলেভেনের সময় ও ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হন তিনি।

২০২০ সালের ২৫ মার্চ করোনা পরিস্থিতিতে শর্তসাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া, যা পরবর্তী সময়ে কয়েক দফা বাড়ানো হয়। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন রাষ্ট্রপতি তার সাজা বাতিল করেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসা নেন এবং চার মাস পর মে মাসে ঢাকায় ফিরে গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন তিনি।

দলীয়ভাবে এবারও তার জন্মদিনে কেক কাটার কোনো আয়োজন থাকছে না। খালেদা জিয়ার নির্দেশেই কয়েক বছর ধরে এ আয়োজন বন্ধ রয়েছে। তবে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় সারাদেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে।

আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে, ১৯৯০-এর গণতান্ত্রিক আন্দোলনে এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হবে।

ডাকসুর বাজেট সংকটে ইশতেহার বাস্তবায়নে সংশয়, হিসাব নেই ৩০ বছ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
সোমবার থেকে তাহসানের উপস্থাপনায় গেম শো
  • ১৭ জানুয়ারি ২০২৬
চুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার জানাল কর্তৃপক্ষ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফল রোববার! আসনপ্রতি টিকছে ৩ থেকে ৫…
  • ১৭ জানুয়ারি ২০২৬
১৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো দ্যা স্কলারস ফাউন্ডেশন
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9