পুলিশের ওসিকে হুমকি দেওয়ায় বিএনপি নেতার পদ স্থগিত

কক্সবাজারে বিএনপির এক নেতার পদ স্থগিত করা হয়েছে
কক্সবাজারে বিএনপির এক নেতার পদ স্থগিত করা হয়েছে  © সম্পাদিত

মহেশখালী থানার ওসিকে গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যলাপের অভিযোগে কক্সবাজার জেলা বিএনপির এক নেতার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদ হারানো নেতার নাম আকতার হোসেন। তিনি জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর কমিটির সাবেক আহবায়ক।

আরও পড়ুন: কলেজ গ্রন্থাগারে থাকা শেখ মুজিব-হাসিনার বই পোড়ালেন ছাত্রদল নেতাকর্মীরা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!