অভিযুক্ত যুবককে আটক © সংগৃহীত
ফরিদপুর সদর উপজেলার নুরুল ইসলাম উচ্চবিদ্যালয়ে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে আশিক খান (২৩) নামে এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের খেপাখোলা এলাকায় ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ওই যুবক এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
আহত শিক্ষার্থী শেখ সিয়ামকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে অভিযুক্ত আশিককে ধরে পুলিশে সোপর্দ করেন। গ্রেপ্তার হওয়া আশিক পার্শ্ববর্তী মুন্সীডাঙ্গী এলাকার শেখ জিন্নাহর ছেলে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, আশিক খান এলাকায় বখাটে হিসেবে পরিচিত এবং তিনি নিয়মিত স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। এর প্রতিবাদ করায় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত ছিলেন। বুধবার ক্লাস চলাকালীন তিনি আচমকা স্কুলে ঢুকে প্রথমে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর শুরু করেন। এসময় সিয়াম বাধা দিতে গেলে আশিক তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে সিয়ামকে পিটিয়ে জখম করেন। ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বেগম বলেন, 'হামলাকারী ওই যুবক ক্লাস চলাকালে স্কুলে প্রবেশ করে আমাদের এক ছাত্রকে মারধর করছিলেন। এর প্রতিবাদ করতে গিয়েই হামলার শিকার হয় শেখ সিয়াম। স্কুলের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা এবং তৎপরতা বৃদ্ধি করা প্রয়োজন।'
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের শিক্ষক হাসান আলী বাদী হয়ে একটি মামলা করেছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।