‘জনগণকে সাথে নিয়েই বিএনপি সরকার গঠন করবে’

কুয়াকাটা পৌর বিএনপির জনসভা
কুয়াকাটা পৌর বিএনপির জনসভা  © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সাথে নিয়েই বিএনপি সরকার গঠন করবে। বাংলাদেশে জনগণ যতবার সুষ্ঠুভাবে ভোট প্রয়োগের সুযোগ পেয়েছেন, ততবারই বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি গণমানুষের দল, সুষ্ঠু ধারার নির্বাচন হলে বিএনপিই জয়লাভ করবে।’ বুধবার (১৩ আগস্ট) বিকেলে কুয়াকাটা পৌর বিএনপির আয়োজনে পর্যটন হলিডে হোমস্ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘কিছু কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপির কাছে মানুষ ছুটে আসে আস্থার কারণে। মানুষের মন জয় করেই বিএনপি রাজনীতি করে। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দিনের ভোট রাতেই শেষ করে ফেলছে তারা।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিমউদ্দীন বাবুল ভূঁইয়া, সহ-সভাপতি আলহাজ্ব এমএ মান্নান চৌধুরী, হাবিবুর রহমান হাওলাদার, শাহজাহান আকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সোহেল, শহিদুল ইসলাম শাহিন প্রমুখ।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারের সঞ্চালনায় সভায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, মৎস্য ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!