ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় © টিডিসি ফটো
যশোর সদর উপজেলার ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
সরেজমিনে জানা যায়, ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তির জন্য টাকা দিতে হয় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এবার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকা নূর বিভিন্ন সময়ে এমন অনিয়ম করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করছেন বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। যার কারণে এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। ফলে অভিভাবকরা তাদের শিশুদের পড়ানোর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝঁুকে পড়ছেন।
অভিভাবক নাজমুল হক বলেন, 'আমার ছেলেকে ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তির জন্য ১৫০ টাকা দিতে হয়েছে। আমার জানামতে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো টাকা লাগে না। কিন্তু এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ভর্তির জন্য টাকা নিচ্ছেন।' আরেক অভিভাবক আবুল কালাম বলেন, আমার মেয়েকে ভর্তির জন্য ১৫০ টাকা দিতে হয়েছে। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য এভাবে টাকা দিতে হবে আগে কখনো দেখিনি। অভিভাবক আব্দুল মালেক জানান, আমার মেয়েকে ভর্তি করতেও ১৫০ টাকা দিতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও দু’জন অভিভাবক জানান, ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকা নূর একই বিদ্যালয়ে দীর্ঘদিন চাকুরি করার সুবাদে বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়েছেন। শুধু ভর্তি ফি নয়, বিভিন্ন সময়ে প্রধান শিক্ষক সরকারি বরাদ্দকৃত ক্ষুদ্র মেরামত ও স্লিপ ফান্ডের টাকাও তছরুপ করেছেন। এমন বহু অভিযোগ করেছেন এলাকাবাসী। এখানে প্রধান শিক্ষকের কাছে অনিয়ম এখন নিয়মে পরিণিত হয়েছে বলে ভূক্তভোগীদের অভিযোগ।
এসব বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য প্রধান শিক্ষক তৌফিকা নূরের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, 'আমাদের স্কুলে একজন আয়া আছে, তার বেতনের জন্য আমি টাকা নিয়েছি।' এব্যাপারে সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম জানান, বিষয়টি জানলাম, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।