গুম-খুনের রাষ্ট্র ব্যবস্থার বিচার হতেই হবে: তাসনিম জারা

এনসিপির পদযাত্রায় বক্তব্য দিচ্ছেন ডা. তাসনিম জারা
এনসিপির পদযাত্রায় বক্তব্য দিচ্ছেন ডা. তাসনিম জারা  © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, যেই রাষ্ট্র ব্যবস্থায় নিরাপত্তা বাহিনী নিজের নাগরিকদের গুম ও খুন করেছে, সেই ব্যবস্থার বিচার হতেই হবে। আমরা আর সেই শাসনব্যবস্থায় ফিরতে চাই না, যেখানে সব প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকে।

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ২৮তম দিনের কর্মসূচির অংশ সোমবার (২৮ জুলাই) জামালপুরে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’য় তিনি এ কথা বলেন।

ডা. তাসনিম জারা বলেন, সংস্কারের পথে যারা বাধা দেবে, জনগণ তাদের ক্ষমা করবে না। রাষ্ট্রীয় নিপীড়ন, গুম-খুনের সংস্কৃতি আর ক্ষমতার দম্ভ—সবকিছুরই জবাবদিহি হতে হবে। আমরা সেই পুরোনো দমনমূলক শাসনে আর ফিরে যাব না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতায় থেকে যেভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিজের ইচ্ছামতো ব্যবহার করছেন, সেটি বন্ধ না হলে জনগণের মুক্তি আসবে না। তাই বারবার আমরা সংস্কারের কথা বলছি।

জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে পথসভায় পদযাত্রায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ