মনের গভীরে দাগ কাটা সুহানা-ওমরের গল্প লিখলেন তাসনীম জারা

 চট্টগ্রামে তাসনিম জারা
চট্টগ্রামে তাসনিম জারা  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা সম্প্রতি চট্টগ্রামের নয়টি এলাকায় মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। তবে দিনের দুটি মুহূর্ত তার মনে গভীর ছাপ রেখে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্ট দেন। 

তাসনীম জানান, প্রথমটি ঘটে একটি স্থানীয় ফার্মেসিতে। তিনি দোকানদারের সঙ্গে কথা বলার সময় ছোট্ট এক মেয়ে সুহানা তাকে চিনে সেলফি তুলতে এগিয়ে আসে। সুহানা এখন ক্লাস ফাইভে পড়ে। তাসনীম স্বপ্ন দেখেন এমন এক বাংলাদেশ, যেখানে সুহানা নির্ভয়ে, নিরাপদে, সম্মানের সঙ্গে এবং আনন্দে বড় হতে পারবে।

দ্বিতীয় মুহূর্তটি ছিল দিন শেষে বোয়ালখালীর শহীদ ওমরের মায়ের সঙ্গে দেখা। ওমরের মা ছেলের কবর তৈরির খোঁজ নিতে সেখানে এসেছিলেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ছেলের মৃত্যু মেনে নিয়েছেন এবং এটাকে মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ হিসেবে দেখেন। তবে ওমরের বাবা এখনও তা মেনে নিতে পারেননি, জীবনের প্রতি আগ্রহ হারিয়েছেন এবং দৈনন্দিন কাজ করতে পারছেন না।

ওমর ছিলেন মেধাবী এক তরুণ, যিনি পড়াশোনা প্রায় শেষ করে বাংলাদেশ বিমানে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এক মুহূর্তে রাষ্ট্র তার জীবন কেড়ে নিয়েছে।

তাসনীম জারা বলেন, “আমরা প্রায়ই উচ্চপদস্থ রাজনীতি, জটিল রাষ্ট্রসংস্কার নিয়ে কথা বলি। কিন্তু রাষ্ট্র কখনোই যেন এমন অবস্থায় না ফিরে যায়, যেখানে সে নিজের সন্তানদের হত্যা করতে পারে — এ বিষয়ে সবার একমত হওয়া উচিত। এটা আমাদের দায় ও কর্তব্য, ওমরের কাছে, তাঁর পরিবারের কাছে এবং প্রতিটি শহীদের কাছে, যারা তাঁদের জীবন দিয়েছেন।”


সর্বশেষ সংবাদ