বাংলাদেশ ২.০ এখনও সম্ভব, যদি জুলাই ভুলে না যাই: তাসনিম জারা

১৪ জুন ২০২৫, ০৯:১১ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৮:১৫ PM
তাসনিম জারা

তাসনিম জারা © সংগৃহীত

জুলাইয়ের সময়কে ভুলে না গেলে এখনও বাংলাদেশ ২.০ সম্ভব বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। শনিবার (১৪ জুন) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহে নানা সময়ে মনে হয়েছে, সংস্কার কার্যক্রম যেন থমকে যাচ্ছে। ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল, তা আদৌ বাস্তব হবে কি না, এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।’

ক্যাপশনের সঙ্গে ছবিটি পোস্ট করে তিনি বলেন, এই অনিশ্চয়তার ভেতরেও আজ সকাল ছয়টায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি দেয়ালে চোখ আটকে গেলো। দেয়ালে লেখা ছিল: ‘স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো’।

আরও পড়ুন: আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে

গত জুলাইয়ের কথা স্মরণ করে তিনি লেখেন, ‘জুলাইয়ের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া এমন দেওয়াললিখন ছিল সাহস আর সম্ভাবনার প্রতীক। সেই কথাগুলো আজ আবার মনে পড়লো। আশা অপেক্ষার বিষয় নয়, এটি টিকে থাকে মানুষের স্মৃতিতে, রাস্তায়, সংগ্রামে।’

শেষে তিনি বলেন, ‘বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা July-এর সেই সময়কে ভুলে না যাই।’

‘বেগম খালেদা জিয়ার বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকের বিএনপি তার বিরোধিতা করছে’ এমন শিরোনামে তাসনিম জারা গতকাল দেওয়া এক পোস্টে নির্বাচন নিয়ে পরামর্শ দেন।

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬