আওয়ামী লীগ ফিরে এলে ৪ কোটি সন্তানকে বাঁচিয়ে রাখবে না: হাসনাত আবদুল্লাহ

২৩ জুলাই ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে পথসভায় বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে পথসভায় বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ © টিডিসি

আওয়ামী লীগ ফিরে এলে চার কোটি সন্তানকে বাঁচিয়ে রাখবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘কুমিল্লায় বিএনপি-জামায়াতকে নির্যাতন করেছে আওয়ামী লীগ। তাই কুমিল্লায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি বিএনপি-জামায়াত করেন আমার সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্য আমরা মেনে নেব না।’

বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে এক পথসভায় তিনি এ কথা বলেন। জুলাই পদযাত্রার ২৩তম দিনে কুমিল্লা জেলা ও মহানগর এনসিপি এ সভার আয়োজন করে।
 
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হাসিনা দম্ভ করে বলেছিল, কুমিল্লার নামের আগে ক্যু রয়েছে। এই কুমিল্লা নামে বিভাগ করা যাবে না। আমরা হাসিনাকে উৎখাত করেছি এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। আমরা বলতে চাই, কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট।’
 
তিনি বলেন, ‘রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা। কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল। কুমিল্লার উন্নয়ন কুমিল্লার মানুষের টাকাতেই হয়েছে। কুমিল্লার মানুষ রেমিট্যান্সযোদ্ধা। কুমিল্লায় উন্নয়নের নামে যে বিনিয়োগ হয়েছে, তা একটি দলের পকেট ভারী করার জন্য। আমরা কুমিল্লার মানুষেরা রাষ্ট্রীয় বঞ্চিতের শেষ চাই।’

আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সবাইকে আওয়াজ তুলতে হবে: নুরুল হক

এনসিপির নেতা আরও বলেন, ‘আমরা আগে উত্তরবঙ্গকে বঞ্চিত মনে করতাম। কিন্তু উত্তরবঙ্গ ঘুরে আমরা কুমিল্লায় এসে দেখি, কুমিল্লায় ঠিক করে টানা দুই কিলোমিটার রাস্তা ঠিক নেই। স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার এগুলো ঠিক না করলে আমরা নিজেরা টাকা তুলে তা ঠিক করব। ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোড নাকি মহাসড়ক। কিন্তু এখানে দুটো বাস একসঙ্গে ক্রস করতে পারে না।’
 
কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। কুমিল্লাবাসী আপনারা ঐক্যবদ্ধ হোন।’
 
তিনি বলেন, ‘হাসিনার দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা। কুমিল্লাতে সম্প্রীতির বন্ধন নষ্ট হতে দেওয়া যাবে না। কুমিল্লাবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে৷ কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট।’
 
এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সঞ্চালনায় আর বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিপা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হাফসা জাহান, এনসিপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন জামিল সৌরভ, এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা আহবায়ক সিরাজুল ইসলাম।

আরও পড়ুন: ৮ দফা দাবিতে জামালপুর টেক্সটাইল কলেজে গণস্বাক্ষর কর্মসূচি

এর আগে সভার শুরুতে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সভাটিকে শোকসভা ঘোষণা করা হয়।
 
এর আগে বিকেল ৫টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে পদযাত্রাটি শুরু হয়ে কুমিল্লা টাউনহলে এসে শেষ হয়। এ সময় কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা মিছিলে মিছিলে টাউনহল মাঠে জড় হয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান।

ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9