রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, আমারও বাড়ি: তাসনিম জারা

১৫ জুলাই ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:১৯ PM
ডা. তাসনিম জারা

ডা. তাসনিম জারা © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। ওইদিন পদযাত্রা শেষে শহরের ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে অনুষ্ঠিত হবে পথসভা। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, ‘রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, আমারও বাড়ি।’

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেন, ‘রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মায় নৌকায় করে ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনো ভুলতে পারি না। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভ্যুত্থানের নেতাদের সঙ্গে নিয়ে। আগামী ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ি রেলগেটে।’

আরও পড়ুন: নাহিদ-সারজিসদের মার্চ টু গোপালগঞ্জ ঘিরে নেতাকর্মীদের সতর্ক করল আওয়ামী লীগ

তিনি লেখেন, ‘জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতো দয়ালু, কতটা সম্ভাবনাময়, প্রতিটি দিন তা নতুন করে মনে হচ্ছে। রাজবাড়িতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। এই পদযাত্রার সহযাত্রী এবং জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নেতা, নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার; তারা সবাই থাকছে। যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন। দেখা হচ্ছে।’

এদিকে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে রাজবাড়ীতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পদযাত্রা ঘিরে জেলার প্রতিটি উপজেলায় চালানো হচ্ছে মাইকিং, সাঁটানো হচ্ছে পোস্টার। এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে প্রচার-প্রচারণা।

আইএসইউর উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন
  • ২০ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনী ইশতেহারে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার…
  • ২০ জানুয়ারি ২০২৬
হাটহাজারীতে আগুনে পুড়ল বাজারের পাঁচ দোকান
  • ২০ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9