ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:২৮ PM
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এ দাবির অংশ হিসেবে তারা জাতিসংঘের বাংলাদেশ দপ্তরে একটি স্মারকলিপি পাঠিয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) জাতিসংঘের বাংলাদেশের আবাসিক দপ্তরে স্মারকলিপিটি গ্রহণ করেন মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান।
এ সময় এবি পার্টির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং দলের সদস্য ব্যারিস্টার ইরতিকা আহমেদ।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি বলেন, ছাত্রলীগ এখন আর সাধারণ ছাত্রসংগঠন নয়; এটি প্যারা-মিলিটারি ধরনের একটি গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা দেশে নারী নির্যাতন, গেস্টরুমে নির্যাতন, বিরোধী মত দমনসহ অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত।
তিনি আরও বলেন, সম্প্রতি জুলাই মাসের গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এবং সরকারের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত ভয়াবহ। এ কারণেই আমরা জাতিসংঘের কাছে তাদের আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছি।
ব্যারিস্টার নাসরীন আরও জানান, দেশে বা বিদেশে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীরা যেন এই ধরনের অপরাধ করে দেশের বাইরে গিয়ে নিরাপদে থাকতে না পারে, সেই লক্ষ্যেই এই আন্তর্জাতিক স্বীকৃতির দাবি। তিনি বলেন, জাতিসংঘ আমাদের বক্তব্য গুরুত্বসহকারে শুনেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী নারী বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, নারীনেত্রী রাশিদা আক্তার মিতু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রপক্ষ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ, দপ্তর সম্পাদক সোলাইমান আল হাবিব, অর্থ সম্পাদক জাওয়াদ হামিমসহ অন্যরা।