শাপলার পর মোবাইল প্রতীকেও আপত্তি এনসিপির বিরুদ্ধে, ইসিতে আবেদন ‘জনস্বার্থে বাংলাদেশ’র

এনসিপি লোগো
এনসিপি লোগো  © সংগৃহীত

নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোবাইল ফোন প্রতীক বরাদ্দ চাওয়ায় আপত্তি জানিয়েছে ‘জনস্বার্থে বাংলাদেশ’।  সোমবার (১৪ জুলাই) দুপুরে দলটির প্রেসিডেন্ট বাবুল হোসেন এক বিবৃতিতে এই আপত্তি জানান। দলটির সাংগঠনিক সম্পাদক মো. শওকত হাসান নছরু ও মো. মামুন হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আবেদনও ইসির সিনিয়র সচিবের কাছে জমা দিয়েছেন। 

বাবুল হোসেন বলেন, ‘আমরা নীতিমালা মেনে মোবাইল ফোন প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি। অথচ আমাদের প্রস্তাবিত প্রতীকটি চেয়েছে এনসিপি। সঙ্গত কারণেই আমাদের এতে আপত্তি আছে। কারণ মোবাইল ফোন প্রতীক নিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা করে আসছি। নির্বাচন কমিশনও এ ব্যাপারে অবগত আছে। 

তিনি আরও বলেন, এনসিপিকে নির্বাচনী প্রতীক হিসাবে ‘মোবাইল’ বরাদ্দ দেওয়া কোনভাবেই উচিত হবে না। আশা করি, নির্বাচন কমিশন সমতার ভিত্তিতে জনস্বার্থে বাংলাদেশ পার্টিকেই  ‘মোবাইল’ প্রতীক বরাদ্দ দেবেন।

এদিকে  সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাবুল হোসেন লেখেন, কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনে প্রস্তাবিত প্রতীক হিসাবে চিঠি পত্র চালাচালি করে, সে প্রতীক কখনই অন্য রাজনৈতিক দল নিবন্ধনের জন্য চাইতে পারে না।

উল্লেখ্য, গত ২২ জুন দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে  নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দেয় এনসিপি। বিকল্প প্রতীক হিসেবে চায় মোবাইল ফোন ও কলম। তবে ইসির নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। আবার মোবাইল ফোন ও কলম চেয়েও অন্য একাধিক দল ইসিতে আবেদন জমা দিয়েছে। 


সর্বশেষ সংবাদ