নাহিদ-সারজিসদের মার্চ টু গোপালগঞ্জ ঘিরে নেতাকর্মীদের সতর্ক করল আওয়ামী লীগ

দাবি ভারতীয় মিডিয়ার
১৫ জুলাই ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
এনসিপি লোগো

এনসিপি লোগো © টিডিসি সম্পাদিত

দেশের বিভিন্ন জেলায় পথযাত্রা ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৬ জুলাই) ‌‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে দলটি। সেখানে পথ সমাবেশ করার কথা রয়েছে তাদের। তবে ভারতীয় মিডিয়া দাবি করছে, এই কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলা চালাতে পারে এনসিপির নেতাকর্মীরা। 

এজন্য গোপালগঞ্জসহ আশপাশের সব জেলার নেতাকর্মীদের নিয়ে সতর্ক করেছে আওয়ামী লীগ। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের। এদিকে, আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকের এক স্ট্যাটাসে বলেন, ‌‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ।’

দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়, আওয়ামী লীগ নেতারা জানতে পেরেছে শুধু গোপালগঞ্জ নয়, তার আশপাশের জেলাগুলোতে এনসিপি-জামায়াত-শিবির-বিএনপির সশস্ত্র বাহিনী বিভিন্ন জনের বাড়িতে আশ্রয় নিয়েছে। সুযোগ বুঝে তারা মুজিবের সমাধিটি ধ্বংস করার চেষ্টা চালাবে। যেভাবে ঢাকার ধানমণ্ডি ৩২-এর বাড়িটি ভাঙা হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে টুঙ্গিপাড়ায় সমাধিতে সেনা-পুলিশের নজরজারির পাশাপাশি সর্বক্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীদের নজর রয়েছে।

এদিকে আওয়ামী লীগ গোপন বার্তায় দলের নেতাকর্মীদের বলেছে, শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়া শুধু একটি সমাধি নয়, এটি বাঙালি জাতির আত্মার প্রতীক। কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী সমর্থিত চক্র সেখানে নাশকতার পরিকল্পনা করছে।

বার্তায় আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এনসিপি দক্ষিণাঞ্চলের পথসভা উপলক্ষে তারা ওই দিন গোপালগঞ্জের পাটগাতি হয়ে ঢুকবে। জামায়েত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র তারেক সাঈদ এই অভিযানে নেতৃত্ব দেবে। গোপালগঞ্জ জেলায় এনসিপি ও জামায়াতের সাংগঠনিক দুর্বলতা থাকায় তারা বরিশাল ও পিরোজপুর থেকে লোকজন এনে জনশক্তি জড়ো করার পরিকল্পনা করছে।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু শিগগিরই: র‍্যাব ম…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল, করবেন যেভাবে 
  • ২০ জানুয়ারি ২০২৬
এসএসসির ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা 
  • ২০ জানুয়ারি ২০২৬
স্বীকৃতি কর্মস্পৃহা বাড়ায়, দায়িত্ববান মানুষ তৈরি করে: মাউশি…
  • ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচনি ব্যয়ের জন্য জনগণের কাছে অনুদান চেয়েছে এনসিপি 
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজধানীতে হাদির পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে সরকার
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9