মুক্তিযোদ্ধাকে যারা জুতার মালা পরায়, তাদের পরিণতিও একই হবে: কাদের সিদ্দিকী

২৮ জুন ২০২৫, ০৯:৫৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম

বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম © ফাইল ফটো

বীর মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেন, “আজ যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়, তাদেরও একদিন একই পরিণতি বরণ করতে হবে।”

শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিমের স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, “মুক্তিযুদ্ধকে গন্ডগোলের বছর বলা, হানাদার বাহিনীকে পাকবাহিনী বলা গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধাদের ‘ভুয়া’ বলার সুযোগ নেই। যত দিন তারা বেঁচে থাকবেন, তত দিন তাদের সম্মান করতে হবে।”

তিনি আরও বলেন, “আর কোনো যাচাই-বাছাই মেনে নেওয়া হবে না। যারা মুক্তিযোদ্ধাদের যাচাই করবে, তাদের বয়সই বা কত? মুক্তিযোদ্ধা নিয়ে ছেলেখেলা বন্ধ করতে হবে।”

বঙ্গবীর বলেন, “আমার বক্তব্য শুরু করার আগে জয়বাংলা বলা উচিত ছিল। জয়বাংলা দেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। আওয়ামী লীগ ভুল করে এটিকে দলীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু জয়বাংলা বাংলাদেশের স্লোগান, এটি আমাদের সবার।”

টাঙ্গাইলবাসীকে নিজের অঞ্চল ও মানুষের মূল্যায়ন না করার অভিযোগ করে কাদের সিদ্দিকী বলেন, “আমরা মাওলানা ভাসানী, শামছুল হক, শেরেবাংলা এ কে ফজলুল হক, আবদুল মান্নান, শাহজাহান সিরাজদের ভুলতে বসেছি। লতিফ সিদ্দিকী আর কাদের সিদ্দিকীর পর টাঙ্গাইলের পরিচয় দেওয়ার কেউ থাকবে না।”

তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান কখনো একে অপরকে অসম্মান করেননি। কিন্তু আজ আমরা তাঁদের অসম্মান করি। শেখ হাসিনা কাউকে সম্মান করতেন না বলেই তাঁকে আজ এই পরিণতি ভোগ করতে হচ্ছে।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন। আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (বীর বিক্রম), ফজলুল হক (বীর প্রতীক) প্রমুখ।

৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা, না মানলে মনোনয়ন বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলার রায় আজ
  • ২৬ জানুয়ারি ২০২৬