ছাত্রদল সভাপতিকে অব্যাহতি দেওয়ার গুঞ্জন, গুজব বললেন সাধারণ সম্পাদক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ০৮:৫৭ PM
গত দুদিন ধরে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গুঞ্জন উঠেছে, তাকে অব্যাহতি দিয়ে সংগঠনটির সিনিয়র আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে কেন্দ্রীয় সভাপতির (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের দাবি, গুঞ্জনটি সম্পূর্ণ গুজব। আর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, অসুস্থতাজনিত কারণে তিনি এই মুহূর্তে কথা বলতে পারছেন না।
জানা গেছে, গত বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে বক্তব্যও দেন রাকিবুল ইসলাম রাকিব। এ সময় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ জড়ালে স্টেজ থেকে নেমে দুই গ্রুপকে শান্ত করার চেষ্টা করতে দেখা গেছে রাকিবকে।
তবে ওই অনুষ্ঠানের পর গত দুদিন দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি তাকে। সর্বশেষ আজ শুক্রবার (৩০ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী তার সমাধিতে ছাত্রদলের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে তাকে অংশ নিতে দেখা যায়নি। এরপর তাকে অব্যাহতি দেওয়ার গুঞ্জন উঠেছে সংগঠনটির ভেতরে এবং বাইরে।
আরও পড়ুন: ছাত্রদলের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, পদবঞ্চিতদের ক্ষোভ
এর আগে ২০২৩ সালের আগস্টে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় পদ হারিয়েছিলেন ছাত্রদলের সেসময়ের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তখন তাকে সরিয়ে রাশেদ ইকবাল খানকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। বিএনপি থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে তার পরিবর্তে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদ ইকবাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ছাত্রদলের একাধিক সূত্রে জানা গেছে, গত বুধবারের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রেস্টে আছেন। তাকে অসুস্থতার কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।
ছাত্রদলের একাধিক নেতার অভিযোগ, বিএনপির হাইকমান্ডের নির্দেশ উপেক্ষা করা, বিভিন্ন কমিটিতে নিয়োগ বাণিজ্য, দলের নিজ কোরামের বাইরে অন্য কর্মীদের সঙ্গে খারাপ আচরণ, মিডিয়ার সামনে বিতর্কিত বক্তব্য প্রভৃতি কারণে রাকিবুল ইসলাম রাকিবকে অব্যাহতি দেওয়ার কথাবার্তা চলছে। তবে এখনও সেটি চূড়ান্ত হয়নি। যদি চূড়ান্ত হয় তাহলে বিএনপি থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ ৫ নেতার একজন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক সময় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে বিভিন্ন উপজেলা কমিটি হয়েছে। সেখানে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক জানেন না। এটা কিভাবে সম্ভব? অবশ্যই সেখানে লেনদেন হয়েছে। তাছাড়া তিনি নিজের বাইরের কর্মীদের খোঁজ খবর নেন না তিনি। উল্টো খারাপ আচরণ করে থাকেন এবং তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে থাকেন।
এছাড়াও এ প্রতিবেদকের সঙ্গে কথা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতার সঙ্গে কথা হয়। তারা অভিযোগ করে জানান, সংগঠনের ভেতরে এবং বিএনপির হাইকমান্ড তার ভূমিকায় সন্তুষ্ট নয়। কমিটি বাণিজ্যের পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সর্ম্পক না রাখা এবং তাদের তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজ কোরামের কর্মীরা অপরাধ করলেও শাস্তি না দেওয়া প্রভৃতি কারণে তাকে সরানোর কথা ভাবছে বিএনপির হাইকমান্ড। এমন গুঞ্জন গতকাল থেকে শুনছেন তারা। তবে সংগঠনের সর্বোচ্চ অভিভাবক তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন সেটিই চূড়ান্ত বলে তারা মনে করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আমাদের সভাপতির পদ হারানোর বিষয়টি ছড়িয়েছে। এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি কিছু। আমি যতদূর জানি, গত প্রোগ্রামের পর থেকে উনি অসুস্থ বোধ করছেন। এজন্য আজকের প্রোগ্রামে উনি উপস্থিত হতে পারেন নি। যেহেতু অফিসিয়াল কোনো তথ্য আমাদের জানা নেই, সেহেতু আমরা এসব নিউজের প্রতি নির্ভর করতে পারি না। এখন পর্যন্ত এ ধরনের ঘটনার সত্যতা নেই।
আরও পড়ুন: কেন্দ্রীয় ছাত্রদলের ২৬০ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
তিনি আরও বলেন, তবে দিনশেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের স্বার্থে যে সিদ্ধান্ত নিবেন সে সিদ্ধান্তের প্রতি অবিচল থাকব। আমরা মনে করি, আমরা দলের জন্য সকলেরই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিগত দিনগুলোতে যেভাবে করেছি। আগামী দিনগুলোতেও ছাত্রদলের কার্যক্রমকে বেগবান করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাকির ভাইয়ের গুঞ্জনের বিষয়টি পুরোপুরি গুজব। উনি গতকাল থেকে রেস্টে রয়েছেন। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে অনেকগুলো প্রোগ্রামে অংশ নিয়েছেন। সেখানে রোদে পুড়ছেন এবং বৃষ্টিতে ভিজেছেন। তাই জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়েছেন তিনি।
দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফোন রিসিভ করেননি। তবে তিনি ক্ষুদেবার্তায় জানান, তার শরীর ভালো না। পরে তিনি কথা বলবেন।
জানতে চাইলে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদেবার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।