দুই ছাত্র উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মে ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM
অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি। আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের অব্যাহতির দাবি তোলেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বিএনপির এই নেতা উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজকে ইঙ্গিত করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য নতুন একটি রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এর ফলে সরকারের নিরপেক্ষ অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। এই উপদেষ্টাদের অব্যাহতি দেয়া প্রয়োজন”।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, “২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ পতন হয়। দেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখে। কিন্তু দীর্ঘ নয় মাসেও সেই স্বপ্ন পূরণ হয়নি।”
তারা আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শুধু একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। অথচ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, এই সরকারের ‘সবকিছু করার ম্যান্ডেট’ আছে— যা একেবারেই গ্রহণযোগ্য নয়।”
বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট নয়, বরং এতে জাতীয় স্বার্থ উপেক্ষিত হচ্ছে। “জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতিনির্ধারণের এখতিয়ার এই সরকারের নেই,”—এমনটাই দাবি বিএনপির।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, সরকারের উপদেষ্টা পরিষদে থাকা কিছু ব্যক্তি নতুন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় ও নিরপেক্ষ পরিচিতিকে প্রশ্নবিদ্ধ করছে। এ প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যকেও ‘বিতর্কিত’ উল্লেখ করে তাকেও অব্যাহতির দাবি জানানো হয়।
স্থায়ী কমিটির সদস্যরা বলেন, “ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সড়িয়ে দেয়ার দাবি আমরা ইতোপূর্বে তুলেছি।”
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোশাররফ বলেন, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য আবারও বিতর্কের জন্ম দিয়েছে। সরকারে ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেয়া প্রয়োজন। ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সড়িয়ে দেয়ার দাবি আমরা ইতোপূর্বে উত্থাপন করেছি।’
সংবাদ সম্মেলনের আগে গত দুই দিনে বিএনপির স্থায়ী কমিটির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কৌশল ও কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।