শুরু হলো ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০২:৪৫ PM

সমতার দাবিতে এবং প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এর আগে বেলা দুইটা থেকে বিভিন্ন ব্যানার-প্লেকার্ড হাতে কর্মসূচি স্থলে অংশগ্রহণকারীদের উপস্থিত লক্ষ্য করা যায়।
‘সমতার দাবিতে আমরা’ শ্লোগানে একত্রিত হয়ে নানা নারী সংগঠন এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারী মুক্তি কেন্দ্র, উদীচী শিল্পীগোষ্ঠী, হিল উইমেনস ফেডারেশন, আদিবাসী ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ নারী জোট, নারী সংহতি, ছাত্রফ্রন্ট (মার্কসবাদী), তীরন্দাজ, শ্রমিক অধিকার আন্দোলনসহ আরও বেশ কিছু সংগঠন।
আয়োজকরা জানান, মূলত নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি হচ্ছে। পাশাপাশি নারীদের প্রতি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ জানাতে কর্মসূচি হচ্ছে।
আরও পড়ুন: তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ