ছাত্র ফ্রন্টের মিথ্যাচারের নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের

১৪ মার্চ ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM
ইসলামী ছাত্র আন্দোলনের লোগো

ইসলামী ছাত্র আন্দোলনের লোগো © সংগৃহীত

সম্প্রতি ময়মনসিংহে গণতান্ত্রিক বাম জোটের মিছিলে হামলার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে জড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

আজ শুক্রবার (১৪ মার্চ) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কখনো কোনো বিশৃঙ্খলা, সহিংসতা বা অন্যায় কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। ময়মনসিংহে বামদের মিছিলে হামলার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কোন নেতাকর্মী জড়িত ছিলেন না। কোনো স্বার্থান্বেষী মহল সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করছে, যা চরম অনাকাঙ্ক্ষিত। অনতিবিলম্বে মিথ্যা অভিযোগ সম্পর্কে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাদের অবস্থান পরিষ্কার না করলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই ঔদ্ধত্যপূর্ণ আচরণকে আইনি প্রক্রিয়া ও রাজনৈতিকভাবে মোকাবেলা করতে বাধ্য হবে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মহলকে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি, গণমাধ্যমকে তথ্যের সত্যতা যাচাই করেই তা প্রচার করার অনুরোধ করেন।

বিবৃতিতে তারা বলেন, ‘আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, অন্যায়, মিথ্যাচার ও মব জাস্টিসের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। কারো প্রতি বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে হামলা আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমরা সকল অন্যায়ের বিচারিক সমাধান কামনা করি।’

আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দগ্ধ ৪
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, আহত অন্তত ১০
  • ২৮ জানুয়ারি ২০২৬
মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের ভূত তাড়াবে— নারী জামায়াত কর্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘মানুষের সেবা করতে এসেছি, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে নয়’
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
  • ২৮ জানুয়ারি ২০২৬
হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউই আমন্ত্রিত ছিলেন না…
  • ২৮ জানুয়ারি ২০২৬