শেখ হাসিনার সঙ্গে মোদির লং ড্রাইভের ছবি ভাইরাল, যা জানা গেল

০৭ জানুয়ারি ২০২৫, ০২:০০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত

প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ভাইরাল হয়েছে। ছবির ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘শেখ হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’

সোমবার (৬ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে উঠে আসে, শেখ হাসিনার সঙ্গে মোদির লং ড্রাইভের দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি নয় বরং ২০০৯ সালে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন অফ ফরেন অ্যাফেয়ার্স (UPF) এবং SASNET আয়োজিত একটি সেমিনারে শেখ হাসিনা বক্তৃতা দিতে যাওয়ার সময়ের ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলেও ছবিটির সত্যতার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তবে, অনুসন্ধানে larseklund নামের একটি ওয়েবসাইটে “Bangladeshi Prime Minister Sheikh Hasina lectured on Climate Change at Lund University” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনটির সঙ্গে সংযুক্ত যে ছবি রয়েছে সেটির সঙ্গে আলোচিত ছবিটির মধ্যে শুধু মোদির ছবি ছাড়া বাকী সব কিছুর হুবহু মিল পাওয়া যায়। যা থেকে বুঝা যায় যে, উক্ত ছবিতে নরেন্দ্র মোদির ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার সাহায্যে যুক্ত করা হয়েছে। 

প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী (সাবেক) শেখ হাসিনা ২০০৯ সালের ১৯ ডিসেম্বরে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় ভ্রমণ করেছেন। ২০০৯ সালের ৭-১৯ ডিসেম্বরে পার্শ্ববর্তী ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হওয়া ইউএন ক্লাইমেট চেইঞ্জ কনফারেন্স (COP15) এ শেখ হাসিনা একজন গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী ছিলেন।

এই সম্মেলনের সঙ্গে সংযুক্তভাবে তিনি লার্স একলুন্ড এবং মশিউর রহমানের লুন্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, যেখানে তিনি “বাংলাদেশে জলবায়ু পরিবর্তন – চ্যালেঞ্জ মোকাবিলা” বিষয়ে একটি জনসম্মুখ বক্তৃতা প্রদান করেন। সেমিনারটি যৌথভাবে SASNET এবং লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন অব ফরেন অ্যাফেয়ার্স (UPF) দ্বারা আয়োজিত হয়েছিল এবং এটি অনুষ্ঠিত হয়েছিল লুন্ডের ইউনিভার্সিটেটসপ্লাতসেনের প্যালায়েস্ট্রা-তে (বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের পাশে)।

আর্কাইভ অনুসন্ধান করে দক্ষিণ এশিয়া বিষয়ক লুন্ড বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কার্যক্রম অনুপ্রেরিত ও শক্তিশালী করা নিয়ে কাজ করা SASNET – Swedish South Asian Studies Network এর ওয়েবসাইটেও উক্ত ছবিসহ একই তথ্যের একটি প্রতিবেদন পাওয়া যায়।

এছাড়াও, United Nations Framework Convention on Climate Change (UNFCC) এর ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৯ সালের ৭-১৮ ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে Conference of the Parties (COP 15) অনুষ্ঠিত হয়েছিল যার সাথে উপরোল্লিখিত প্রতিবেদনে উল্লিখিত তারিখের সাদৃশ্য পাওয়া যায়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির লং ড্রাইভে যাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। সুতরাং, শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।

ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে ব্রকোলিসহ ৩ সবজি
  • ১১ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার নৌকার মাঝি এখন ভিপি নুরদের ট্রাকে
  • ১১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬, আবেদন এইচএসসি-এস…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ১১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ৩৯
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9