উপদেষ্টাদের ফ্লোরিং করে থাকার বিষয়টি সত্য নয়

উপদেষ্টাদের ফ্লোরিং করে থাকার বিষয়টি সত্য নয়
উপদেষ্টাদের ফ্লোরিং করে থাকার বিষয়টি সত্য নয়  © সম্পাদিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের ফ্লোরিং করে থাকার একটি ছবি বেশ ভাইরাল হতে দেখা যায়। ছবিতে দাবি করা হয় দুইজন উপদেষ্টা এখনও ফ্লোরিং করে থাকেন, সব ছাত্রদের মতামত শোনেন। তবে এ বিষয়টি ভুয়া বলে দাবি করছেন তারেক হাসান নির্ঝর নামে এক সংবাদকর্মী। 

ছবিটির ব্যাখ্যা দিয়ে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘এটা উপদেষ্টাদের বাসা না। এটা আমার বাসা। উপদেষ্টারা সরকারি বাসায় থাকেন। এই অপতথ্যযুক্ত ছবিতে ইনবক্স ভরে গেছে। জার্সি পরা ছেলেটা আমার ছোটভাই আসিফ হিমাদ্রী। প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। গতকাল রাতে সচিবালয়ে আনসার সদস্যরা ওর ওপর হামলা চালায়। হাসপাতালে চিকিৎসা শেষে হিমাদ্রী আমার বাসায় আসে। নাহিদ হলো হিমাদ্রীর ব্যাচমেট বন্ধু। হিমাদ্রীর ওপর হামলার খবর পেয়ে নাহিদ আসিফ মাহমুদকে নিয়ে ল্যাবএইড হাসপাতালে যায়। সেখানে না পেয়ে পরে খোঁজ নিয়ে বাসায় এসে বন্ধুকে দেখে গেছে। এটাই। ওদের বন্ধুত্বটাই এখানে প্রধান। আর কিছু না।’ 

এর আগে গত রবিবার দাবি আদায়ে সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যার। এসময় তাদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে এতে অর্ধশতাধিক আহত হয় বলে জানা যায়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence