যে সব দেশে ট্রেন চলেনা

সুইজারল্যান্ডের রেল পথ
সুইজারল্যান্ডের রেল পথ   © সংগৃহীত

রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের প্রাচীনতম পরিবহন মাধ্যম। রেলওয়ে নেটওয়ার্কের ইতিহাসের দিকে তাকালেই উঠে আসবে গ্রিসের নাম। এবং ছয় শতকে রেলওয়ে নেটওয়ার্কের প্রমাণ পাওয়া যায় সেই দেশে। বিশ্বের শতাধিক দেশে রেলওয়ে নেটওয়ার্ক সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। কিন্তু তার পরও এমন কিছু দেশ আছে, যেখানে আজ পর্যন্ত ট্রেনের সুবিধা নেই। এটা শুনে আপনি নিশ্চয়ই হতবাক হয়ে গেছেন? তবে হ্যাঁ, এটাই সত্যি। তা হলে বরং আজ বিশ্বের এমন কিছু দেশের কথা বলা যাক, যেখানে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি।

অ্যান্ডোরা
অ্যান্ডোরা জনসংখ্যার দিক থেকে বিশ্বের ১১ তম ক্ষুদ্র দেশ এবং এটি আয়তনের দিক থেকে তালিকার ১৬ নম্বরে রয়েছে। তবে অ্যান্ডোরায় কোনও দিনই রেল নেটওয়ার্ক ছিল না। এমনকি এখনও সেখানে রেল চলাচল শুরু হয়নি। এর নিকটতম রেলওয়ে স্টেশনটি ফ্রান্সে অবস্থিত এবং এই দেশে পৌঁছানোর জন্য সেখানে থেকে একটি বাস পরিষেবা পাওয়া যায়।

ভুটান
ভুটান দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ। এখন পর্যন্ত এ দেশে রেলওয়ে নেটওয়ার্ক নেই। তবে তার মানে যে, ভুটানে কখনওই রেল চলাচল করবে না, এমনটা হয়। অনেক পরিকল্পনা চলছে ভুটানের দক্ষিণাঞ্চলকে ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা নিয়ে।

আরও পড়ুন: জাদুঘরে ডাইনোসরের ফসিল দিলেন পাবিপ্রবি উপাচার্য

সাইপ্রাস
বর্তমানে সাইপ্রাসে কোনও রেলওয়ে নেটওয়ার্ক নেই। কিন্তু আপনি যদি ভাবেন যে, এ দেশে কোনও দিনই কোনও ট্রেন চলেনি, তা হলে আপনি ভুল করছেন। ১৯০৫ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত এই দেশে রেলওয়ে নেটওয়ার্ক বিদ্যমান ছিল। সেই সময়ে ট্রেনটি ৭৬ মাইল ভ্রমণ করত এবং প্রায় ৩৯ টি স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করত। কিন্তু পরে এই এক্সটেনশনটি ১৯৭৪ সাল নাগাদ।

পূর্ব তিমোর
পূর্ব তিমোর বা ইস্ট তিমোরের যোগাযোগ নেটওয়ার্ক এবং পরিবহন পরিকাঠামো সত্যি বলতে খুবই খারাপ অবস্থায় রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব তিমোর বা তিমোর লেস্তের কোনও রেলওয়ে নেটওয়ার্ক ছিল না। আজও নেই। এ দেশের প্রাথমিক পরিবহন ব্যবস্থা শুধুই সড়ক। এবং সেটিও যে খুবই খারাপ অবস্থায় আছে, সে কথা বলাই বাহুল্য।

কুয়েত
কুয়েত বিশ্বের এক মাত্র দেশ যেখানে তেলের বিশাল মজুত রয়েছে। তা সত্ত্বেও এখানে রেল যোগাযোগ নেই। বর্তমানে কুয়েতে বেশ কয়েকটি রেল প্রকল্প নির্মিত হয়েছে। দেশটি একটি ১২০০ মাইল দীর্ঘ উপসাগরীয় রেলওয়ে নেটওয়ার্কের পরিকল্পনা করেছে যা কুয়েত সিটি এবং ওমানের মধ্যে চলাচল করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence