মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র © সংগৃহীত
ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ওই যুদ্ধজাহাজ রওনা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও এনবিসি তাদের প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে রওনা হওয়া এই এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজটির নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন।
কাতার, জর্ডান, ইরাক ও সিরিয়া—ইরানের চার প্রতিবেশী দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এই চার দেশে প্রায় ৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় এই ঘাঁটিগুলোতে সেনা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন।
ইরানে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হয়। কয়েক দিনের মধ্যে এই আন্দোলন ইরানের ৩১টি প্রদেশের শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভের তীব্রতাও দিন দিন বৃদ্ধি পায়। বর্তমানে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়েছে।
বিক্ষোভ দমনে ইরান সরকার ইতোমধ্যে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে এবং দেশজুড়ে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করেছে। সংখাতে ইতোমধ্যে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, আর হাজার হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ শুরুর সময় থেকেই ইঙ্গিত দিয়েছিলেন, জনতার প্রতিবাদ দমন করতে ইরান যদি কঠোর ব্যবস্থা নেয়, তাহলে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে। বর্তমানে যদিও তার ভাষা কিছুটা নরম হয়েছে, তবে অভিযান চালানোর সম্ভাব্যতা এখনও বাতিল করা হয়নি।