প্রতীকী ছবি © সংগৃহীত
ইরানের সরকার এক সপ্তাহেরও বেশি সময়ের নেটওয়ার্ক অবরোধের পর সীমিত আকারে মোবাইল নেটওয়ার্ক চালু করেছে। দেশটির মোবাইল ব্যবহারকারীরা এখন এসএমএস পাঠাতে ও গ্রহণ করতে পারছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল এসএমএস পরিষেবা গতকাল থেকে দেশজুড়ে চালু হয়েছে। তবে এখনও ফোনকল বা শক্তিশালী ডেটা নেটওয়ার্ক সক্রিয় হয়নি। ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে।
গত প্রায় ২০ দিন ধরে ইরান জুড়ে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ক্ষমতায় আসা ইসলামি প্রজাতন্ত্রি সরকার তাদের ৪৭ বছরের শাসনামলে এমন ব্যাপক আন্দোলন আগে কখনো দেখেনি।
বিক্ষোভের মূল কারণ দেশের ভঙ্গুর অর্থনীতি। দীর্ঘদিন ধরে অবমূল্যায়নের কারণে ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রার তালিকায় উঠে এসেছে। বর্তমানে এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল। এই কারণে দেশটিতে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসাসহ মৌলিক চাহিদা মেটানোই সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে।
গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই ব্যাপক বিক্ষোভের সূত্রপাত। কয়েক দিনের মধ্যেই এই বিক্ষোভ ইরানের ৩১টি প্রদেশের শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে এবং দিনকে দিন তীব্রতাও বাড়তে থাকে। বর্তমান সময়ে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়েছে।
বিক্ষোভ দমন করতে ইরান সরকার ৭ জানুয়ারি থেকে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখে এবং দেশজুড়ে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে। সংখাতে ইতোমধ্যে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, এবং হাজার হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন।