তারেক রহমান © সংগৃহীত
গণতান্ত্রিক সরকার গঠনের সুযোগ হাতছাড়া হলে তা গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি জুলুম করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যারা গুম খুনের শিকার হয়েছেন রাষ্ট্র তাদের দায় এড়াতে পারে না। বিএনপি সরকারে এলে রাষ্ট্রে এসব শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। সবাইকে সজাগ থাকতে হবে, কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি বিচারকে প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, ‘এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার গঠনের সুযোগ হাতছাড়া করি, তাহলে ১৯৭১ সালের শহীদ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ, গত ১৬ বছরে গুম ও নির্যাতনের শিকার মানুষ, এমনকি সাম্প্রতিক আন্দোলনে শহীদ ও পঙ্গুত্ববরণকারী হাজারো মানুষের আত্মত্যাগের প্রতি চরম অবিচার করা হবে।’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, দেশের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার অপরিহার্য। যে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে এবং নির্যাতিত ও নিপীড়িত মানুষকে আইনের মাধ্যমে ন্যায়বিচার দেবে।