ওমিক্রনে আক্রান্ত হয়ে ইসরাইলে প্রথম মৃত্যু

ইসরাইলে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে
ইসরাইলে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে  © সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে ইসরাইলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। ষাটোর্দ্ধ বয়সের ওই ব্যাক্তি আরও আগ থেকেই বেশ কিছু স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। তবে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

মঙ্গলবার (২১ডিসেম্বর) ইহুদিবাদী দেশটির দক্ষিণাঞ্চলের শহর বীরসেবায় অবস্থিত সরোকা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ওমিক্রনে আক্রান্ত ওই ব্যাক্তি মারা যান। খবর ইসরাইলি সংবাদমাধ্যম দ্যা টাইমস অব ইসরাইল ও ওয়াইনেটের।

আরও পড়ুন: ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত ষাটোর্দ্ধ ওই ব্যাক্তি করোনার দুই ডোজ নিলেও তৃতীয় বুস্টার ডোজ নেননি। 

এর আগে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে জানিয়েছে, দেশটিতে ওমিক্রন আক্রান্ত অন্তত ৩৪০ জন শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম মৃত্যু

দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত মঙ্গলবার জানিয়েছেন, দেশের বয়স্ক নাগরিক ও গুরুতর অসুস্থদের জন্য চতুর্থ বুস্টার ডোজ দিতে স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

উল্লেখ্য, ইসরাইল বিশ্বের প্রথম সারির দেশ যারা এবছরের গোড়ার দিকে ব্যাপক হারে করোনার টিকা দেওয়া সম্পন্ন করেছে। সেই সঙ্গে প্রথম কোন দেশ হিসাবে তারা এবার গরমকাল শেষ হওয়ার আগেই জনগণকে বুস্টার ডোজ দিয়েছেন। মাত্র ৯৩ লক্ষ লোকের এ দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৮হাজার ২শরও বেশি লোক মারা গেছেন।


সর্বশেষ সংবাদ