পশ্চিমবঙ্গে সব স্কুল খোলার ইঙ্গিত, জীবাণুমুক্ত করার নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ০১:৩৮ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২১, ০১:৩৮ PM
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শিগগিরই স্কুল খুলতে চলেছে কিনা তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যে সেই জল্পনা কিছুটা বেড়েছে। তিনি জানিয়েছেন, রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার যেদিন সিদ্ধান্ত নেবে, সেদিন থেকেই স্কুল খোলা হবে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, করোনাভাইরাসের প্রকোপে গত মার্চ থেকে স্কুলে গিয়ে পঠনপাঠন বন্ধ রয়েছে বাংলায়। অনলাইনে ক্লাস হলেও স্কুলে পঠনপাঠন চালু করেনি রাজ্য সরকার। যদিও অসামসহ দেশের বিভিন্ন রাজ্যের স্কুলে ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে। আগামী সোমবার ত্রিপুরাতেও পঞ্চম শ্রেণি থেকে ক্লাস শুরু হতে চলেছে। বাংলায় করোনার প্রকোপ কিছুটা কম হওয়ায় বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো আবারও স্কুল চালু করার পক্ষে দাবি তুলেছেন।
এরইমধ্যে রাজ্যে আবার করোনার নতুন স্ট্রেইনে আক্রান্ত দু’জনের হদিশ মিলেছে। তার জেরে একটি মহল থেকে তাড়াহুড়ো না করে পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু কবে স্কুল খুলবে, তা নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সেই ধোঁয়াশা না কাটলেও শিক্ষামন্ত্রীর মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে পার্থ বলেন, ‘জীবাণুমুক্তির কাজ সর্বপ্রথম। কোন রাজ্যে কী হচ্ছে, তা জেনে তো আমার লাভ নেই। আমাদের রাজ্যে পঠনপাঠন চালিয়ে যেতে হবে। অন্যদিকে স্বাস্থ্য যে সুরক্ষিত থাকবে, তারও ব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে নিয়মিত পঠনপাঠন করা যায়, তার প্রথম লক্ষ্য হচ্ছে জীবাণু মুক্তির কাজ। সেই জীবাণুমুক্তির কাজ ইতিমধ্যে বিভাগীয় স্তরে সকলকে বলা হয়েছে। তারা শুরু করেছে। তারপর সরকার যেদিন সিদ্ধান্ত নেবে, সেদিন থেকেই আমরা কার্যকর করব।’
কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, স্কুল খোলা হলে কী কী নিয়ম মেনে চলতে হবে, সে সংক্রান্ত খসড়া নির্দেশিকা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তাতে একটি ক্লাসে কতজন পড়ুয়া বসবে, কীভাবে স্কুলে যেতে হবে, সে সংক্রান্ত যাবতীয় বিষয় স্পষ্টভাবে জানানো হয়েছে বলে সূত্রের খবর।