নিউইয়র্কে করোনায় কৃষিবিদ শাহানার মৃত্যু

  © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাহানা আহমেদ তালুকদার নামে এক বাংলাদেশি মারা গেছেন। বুধবার স্থানীয় সময় ভোর ৩টায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে লং আইল্যান্ডের একটি হাসপাতালে গত ৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন শাহানা। এ নিয়ে আমেরিকায় করোনাভাইরাসে গত ২৩ দিনে ৯৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শাহানা নিউইয়র্কের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তাঁর বাড়ি নেত্রকোনায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বছর দুয়েক আগে পারিবারিক অভিবাসন সূত্রে স্বামীকে নিয়ে নিউইয়র্কে পাড়ি জমিয়েছিলেন শাহানা।

এদিকে দেশটিতে গত একদিনে নতুন করে ১৮৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১২ এবং মারা গেছে ১২ হাজার ৮৫৪ জন। করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ হাজার ৬৭৪ জন। তবে করোনায় আক্রান্ত ৯ হাজার ১৬৯ জনের অবস্থা আশঙ্কাজনক। করোনায় এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

 

 


সর্বশেষ সংবাদ