বান্ধবীকে ধর্ষণ, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৯ PM
আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান হিমু

আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান হিমু © টিডিসি ফটো

ধর্ষণের মামলায় যুক্তরাষ্ট্র শাখার এক আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান হিমুকে (৩১) গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। রবিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১৩ জানুয়ারি কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজিরার তারিখ দিয়ে স্থানীয় আদালত তাকে সোমবার জামিন (সুপারভাইজ রিলিজ) দিয়েছে বলে জানান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কমিউনিকেশন্স ডাইরেক্টর ইকিমুলিসা লিভিংস্টন।

লুৎফর রহমান হিমু ফিলাডেলফিয়ায় বসবাস করেন এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ধর্ষণের অভিযোগ আনা ওই নারী হিমুর বান্ধবী বলে দাবি করেন তিনি। তবে ধর্ষণের অভিযোগ সত্য নয় বলে দাবি তার।

মামলার বিবরণে বলা হয়, রবিবার ভোর রাতে কুইন্সে ১৪৪-১৫ লিবার্টি অ্যাভিনিউতে অবস্থিত কমফোর্ট ইন হোটেলে ৩৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণসহ শারীরিক নির্যাতন করেছেন হিমু। দুই সন্তানের জননী ওই নারী পেশায় একজন ব্যাংক কর্মকর্তা।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে হিমু বলেন, “সে আমার বেস্ট ফ্রেন্ড। তার সঙ্গে আমার সম্পর্কের কথা ওর পরিবারের সবাই জানে। ফিলাডেলফিয়ায় আমার বাসায়ও গেছে সে। তার দুই সন্তানের সঙ্গেও আমার সুসম্পর্ক রয়েছে।

নিজেদের মধ্যে বন্ধুত্বের বিষয়ে হিমু বলেন, ব্যাংকে চাকরি করলেও মাঝেমধ্যেই সে সুন্দরি প্রতিযোগিতায় অংশ নেয় কিংবা
এর অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করে। আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে তার সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হয়েছে।”

এদিকে গ্রেফতার হওয়ার পরপরই হিমুকে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। এক পক্ষের বক্তব্য অনুযায়ী রাজনীতি না করেই হুট করে নেতা বনে যান হিমু। তবে অন্য পক্ষ বলছেন এ বিষয় তাদের রাজ্যের না হওয়ায় এর দায় নেবেন না তারা।

হিমুর বিষয় নিয়ে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, “হিমু কখনোই আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী কিংবা সংগঠক ছিলেন না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নির্দেশে তাকে আমরা সাংগঠনিক সম্পাদক পদ দিতে বাধ্য হয়েছি।”

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য যুবলীগের সভাপতি আলিমউদ্দিনও একই অভিযোগ করলে অভিযোগ সম্পর্কে সিদ্দিকুর রহমান বলেন, “হিমু পেনসিলভেনিয়া স্টেট কমিটির সাংগঠনিক সম্পাদক। তার ব্যাপারে আমি কিছুই জানি না। সেটি ওই স্টেটের কর্মকর্তাদের ব্যাপার।”

অভিযুক্ত হিমুর বিষয়ে কি ভাবছে সংগঠন জানতে চাইলে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের জানান, হিমুর প্রসঙ্গটি কার্যকরী কমিটির বৈঠকে উত্থাপিত হবে। স্বেচ্ছায় তিনি পদত্যাগ না করলে আমরা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেবো।

শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
এক-এগারোবিরোধী ছাত্রদল নেতারা কেমন আছে?
  • ১১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদলের খাবা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাড়ি নির্মাণকালে মাটি নিচে মিলল মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9