দিল্লিতে বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কী নিয়ে আলোচনা?

ভারত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  © সংগৃহীত

দিল্লিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’ (সিএসসি)-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলন। তার ঠিক এক দিন আগেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন ভারত ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা।

নির্ধারিত সফরসূচির এক দিন আগেই মঙ্গলবার রাতে দিল্লি পৌঁছান খলিলুর রহমান। বুধবার সন্ধ্যায় দিল্লির হায়দরাবাদ হাউসে ডোভালের সঙ্গে তার এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সিএসসি সম্মেলন শুরু হবে বৃহস্পতিবার, সেখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলের একাংশ বিশেষ গুরুত্ব দেখছে। কারণ, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সোমবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি গত বছরের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। তাঁকে দেশে প্রত্যর্পণের জন্য মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নয়াদিল্লিকে বার্তা দিয়েছে। এমন প্রেক্ষাপটে ডোভাল–খলিলুর বৈঠককে ‘তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করছেন পর্যবেক্ষকেরা।

আরও পড়ুন: স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিষয়ে বিবৃতি দিলেও আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে যে বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্ত সুরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এর এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ খলিলুর রহমান পেয়েছিলেন গত অক্টোবরে। প্রথমে পরিকল্পনা ছিল বুধবার দিল্লি পৌঁছানোর, কিন্তু সফরসূচি পরিবর্তন করে তিনি মঙ্গলবার রাতেই পৌঁছান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণবিক্ষোভে ক্ষমতার পরিবর্তনের পর এই প্রথমবার ভারতের সফরে এলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।


সর্বশেষ সংবাদ