সাহিত্যে নোবেল বিজয়ীর নাম জানা যাবে আজ
- টিডিসি ওয়ার্ল্ড
- প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৯ AM
চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়নের পর আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৫টায় সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে সুইডিশ একাডেমি।
প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। ছয়টি বিভাগে—চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—ছয় দিন ধরে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। চলতি সপ্তাহে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে তিনটি বিভাগের বিজয়ীদের নাম।
সোমবার (৬ অক্টোবর) প্রথম দিনে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় যুক্তরাষ্ট্রের মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল, এবং জাপানের শিমন সাগাগুচিকে। তারা ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ নিয়ে গবেষণার জন্য যৌথভাবে এই সম্মাননা লাভ করেন।
এরপর মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী—জন ক্লার্ক, মিশেল দেভোরেট ও জন মার্টিনিস। তাদের গবেষণা ছিল ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন বিষয়ক।
বুধবার (৮ অক্টোবর) ঘোষণা করা হয় রসায়নে নোবেল বিজয়ীদের নাম। এ বছর এই বিভাগে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী—জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন, এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি। তারা যৌথভাবে পুরস্কৃত হয়েছেন ধাতু-জৈব কাঠামো উদ্ভাবনের জন্য।
আজ সাহিত্যে বিজয়ীর নাম ঘোষণার পর বাকি থাকবে শান্তি ও অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা।