গাজা চুক্তির দিনকে বিশ্বের জন্য মহান দিন বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ‘বিশ্বের জন্য এক মহান দিন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘এই বিষয়ে পুরো বিশ্ব এক হয়ে গেছে। ইসরায়েলসহ প্রতিটি দেশ একত্রিত হয়েছে। আজকের দিনটি সত্যিই অসাধারণ।’ তিনি আরও বলেন, ‘এটা বিশ্বের জন্য, সবার জন্য এক দারুণ ও আনন্দের দিন।’

এই চুক্তি নিয়ে ট্রাম্প পরে তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস—উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে সম্মত হয়েছে।’ তিনি আরও জানান, ‘খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল নির্ধারিত একটি সীমানার মধ্যে তাদের সেনাবাহিনীকে প্রত্যাহার করবে।’

এদিকে চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারী সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘মধ্যস্থতাকারীরা ঘোষণা দিচ্ছেন যে আজ রাতে গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের সব শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি চুক্তি হয়েছে।’

তিনি আরও জানান, এই চুক্তির ফলে যুদ্ধের অবসান, ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা যাবে। চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ পরে প্রকাশ করা হবে।


সর্বশেষ সংবাদ