সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ PM
আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা উপত্যকার উপকূলের কাছে পৌঁছানোর চেষ্টা করতেই ইসরায়েলি নৌবাহিনীর ‘উস্কানিমূলক ও আতঙ্ক সৃষ্টিকারী আচরণের’ মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ফ্লোটিলা যখন গাজা উপত্যকা থেকে প্রায় ১১৮ মাইল দূরে অবস্থান করছিল, তখনই ইসরায়েলের পক্ষ থেকে বহরটিকে ডুবিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের দুটি যুদ্ধজাহাজ দ্রুতগতিতে এসে বহরের দুটি জাহাজ—আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। ওই সময় জাহাজগুলোর নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে অচল হয়ে পড়ে।
জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে এই ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার হামলা হিসেবে বর্ণনা করেছেন।
রয়টার্স জানিয়েছে, যোগাযোগ ব্যবস্থার কিছু অংশ পরে আবার সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।
৪০টিরও বেশি বেসামরিক নৌযান নিয়ে গঠিত এই ফ্লোটিলায় বিশ্বের নানা দেশ থেকে আসা প্রায় ৫০০ জন ত্রাণকর্মী ও মানবাধিকারকর্মী অংশ নিচ্ছেন। বহরে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ-সহ অনেকেই।
গাজায় চলমান মানবিক সংকট মোকাবেলায় এই আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হলেও ইসরায়েলের প্রতিরোধের মুখে পড়ায় ফ্লোটিলার গন্তব্যে পৌঁছানো এখন অনিশ্চিত হয়ে পড়েছে।