সঙ্গীর হইচই ও কাজ থেকে রেহাই পেতে বাথরুমে কত ঘণ্টা কাটান পুরুষ, উঠে এলো সমীক্ষায়

মানসিক শান্তি খুঁজতে বাথরুমে আশ্রয় নেন অনেক পুরুষ
মানসিক শান্তি খুঁজতে বাথরুমে আশ্রয় নেন অনেক পুরুষ  © আনন্দবাজার

শৌচাগারের মাহাত্ম্য ও গুরুত্ব আছে সবার কাছেই। প্রয়োজনীয় কাজটুকু সেরে বেরিয়ে যান অনেকেই। তবে মানসিক শান্তি খুঁজতেও নাকি বাথরুমে আশ্রয় নিচ্ছেন তাঁরা! ২০১৮ সালে ১ হাজার ব্রিটিশ পুরুষ নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে তাদের উত্তরে চমকপ্রদ তথ্য প্রকাশ পায়। ব্রিটিশ পুরুষেরা বছরে গড়ে ৭ ঘণ্টা করে সময় কাটান বাথরুমে। তার কারণ? নিজের পরিবার, সন্তানদের হইচই, সঙ্গীদের ‘ঘ্যান ঘ্যান’ থেকে বাঁচার জন্যই এখানে আশ্রয় নেন।

সমীক্ষার রিপোর্টটি সম্প্রতি সামাজিক যোগাযোমমাধ্যমে ফের ছড়িয়ে পড়েছে। তাতে নেটিজেনদের বক্তব্য, বছরে ৭ ঘণ্টা খুবই সংক্ষিপ্ত সময়। বরং সপ্তাহে ৭ ঘণ্টা বললে সঠিক হয়। কেউ কেউ তো আর বেশি সময় ধরে বাথরুমে স্বেচ্ছায় বন্দি হয়ে থাকেন।

সমীক্ষায় অংশ নেওয়া পুরুষদের দাবি, তাদের সবারই নিজের জন্য সময় দরকার। এমন জায়গা, যেখানে বাইরের গোটা বিশ্ব থেকে নিজেকে খানিক ক্ষণের জন্য সরিয়ে নেওয়া যায়। সেই মুহূর্তগুলির জন্য বাথরুমই সবচেয়ে সুবিধাজনক। কেবল তা-ই নয়, বাড়ির কোনও বিশেষ কাজের দায়িত্ব ঘাড় থেকে নামিয়ে ফেলার জন্য বা ফোনে কথা বলতেও অনেকে অজুহাত দিয়ে বাথরুমে ঢোকেন।

আরও পড়ুন: মিষ্টি পেয়ারা না ফাঁপা? জেনে নিন চেনার সহজ কৌশল

পুরুষদের এক তৃতীয়াংশ বাথরুমে বসে থাকার কারণ হিসেবে এ কারণের কথাই স্বীকার করেছেন। একই সঙ্গে এক হাজার জন নারীর সঙ্গে কথা বলে সমীক্ষা করা হয়েছে। তারাও অনেকে একা সময় কাটাতে বাথরুমকে বেছে নেন। তবে সে সংখ্যা মাত্র ২০ শতাংশ। যদিও বাথরুম পরিষ্কারের কাজে অনেক সময় ব্যয় হয় তাদের। ৭২ শতাংশ গৃহস্থবাড়িতে বাথরুম পরিষ্কার করেন নারীরাই। খবর: আনন্দবাজার।


সর্বশেষ সংবাদ