স্বচ্ছ পিইটি কাপে চা পান করছেন, জেনে নিন স্বাস্থ্য ঝুঁকি

পিইটি প্লাস্টিকে গরম চা ব্যবহার করলে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়
পিইটি প্লাস্টিকে গরম চা ব্যবহার করলে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়  © টিডিসি সম্পাদিত

টং দোকানে, ফুটপাতে কিংবা ভ্রাম্যমাণ হকার চা বিক্রি করেন। কাচের গ্লাসের পাশাপাশি স্বচ্ছ প্লাস্টিকের কাপেও এগুলো বিক্রি করেন তারা। আমরা এগুলো প্রায়ই পান করি। তবে এগুলো স্বাস্থ্যকর নয় বলে জানিয়েছে বাংলাদেশে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এ ধরনের কাপে চা পান করলে স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয় বলে জানানো হয়েছে।

বিএফএসএ এক বার্তায় জানিয়েছে, স্বচ্ছ পিইটি বা টাইপ-১ প্লাস্টিক সাধারণ তাপমাত্রার খাবারের জন্য একবার ব্যবহার উপযোগী। এটি ৭০  সে. তাপমাত্রা সহ্য করতে পারে। পিইটি প্লাস্টিকে গরম চা ব্যবহার করলে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়।

আরও পড়ুন: সাধারণ আঁচিল নাকি ত্বকের ক্যানসার, পার্থক্য বুঝবেন যেভাবে

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, স্বচ্ছ পিইটি হলো পলিইথিলিন টেরেফথালেট (Polyethylene Terephthalate) বা টাইপ-১ প্লাস্টিক, যা পানীয়, খাবার এবং প্রসাধনী পণ্যের বোতল ও প্যাকেজিং তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ ধরনের প্লাস্টিক স্বচ্ছ, টেকসই এবং সহজেই আকার দেওয়া যায়, তবে এটি একবার ব্যবহারযোগ্য এবং স্বাস্থ্যঝুঁকি এড়াতে একাধিকবার ব্যবহার করা উচিত নয়।


সর্বশেষ সংবাদ