স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে  শিক্ষক স্বামীর যত অদ্ভুত কাজ

২১ আগস্ট ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৮ PM
নোরা ফাতেহির মতো স্ত্রীকে ব্যায়াম করতে বাধ্য স্বামীর

নোরা ফাতেহির মতো স্ত্রীকে ব্যায়াম করতে বাধ্য স্বামীর © সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন এক নারী। অভিযোগে তিনি জানিয়েছেন, স্বামী তাকে প্রতিদিন তিন ঘণ্টা জিমে ব্যায়াম করতে বাধ্য করতেন, আর যদি কোনো দিন জিমে যেতে না পারতেন, তবে তাকে খাবার দেওয়া হতো না। তার অপরাধ স্বামী মনে করতেন, তিনি চাইলে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে পেতে পারতেন। ঘটনাটি ঘটেছে ভারতের গাজিয়াবাদের মুরাদনগরে। 

অভিযোগকারী ওই নারীর বয়স ২৬। চলতি বছরের ৬ মার্চ তার বিয়ে হয় মীরাটের সরকারি স্কুলে কর্মরত ২৮ বছর বয়সী শরীরচর্চা শিক্ষক শিবম উজ্জ্বলের সঙ্গে। বিয়েতে কনের পরিবার প্রায় ৭৭ লাখ রুপি খরচ করে, যার মধ্যে ২৪ লাখ রুপির একটি মাহিন্দ্রা স্করপিও, ১৬ লাখ রুপির গয়না এবং ১০ লাখ রুপি নগদ প্রদান করা হয়। তবুও বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন নতুন করে আরও নগদ অর্থ, জমি ও দামি পোশাকের জন্য তাকে হয়রানি করতেন বলে জানান ওই নারী।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই শাশুড়ি তাকে গৃহস্থালির কাজে ব্যস্ত রাখতেন, স্বামীর সঙ্গে সময় কাটাতে দিতেন না এবং স্বামীকেও তার সঙ্গে বাইরে যেতে দিতেন না। একবার শুধু মশারী না টানায় স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে একা রেখে নিজের কক্ষে চলে যান। কোনো বিষয়ে আপত্তি জানালেই শ্বশুরবাড়ির লোকজন তাকে গালিগালাজ করতেন এবং স্বামী শারীরিকভাবে নির্যাতন করতেন।

আরও পড়ুন: থানা ব্যারাকেই নারী পুলিশকে ৬ মাস ধরে ধর্ষণ পুরুষ পুলিশের, ভিডিও ধারণ

শারীরিক নির্যাতনের পাশাপাশি তাকে নিয়মিতভাবে শরীর নিয়ে অপমান করা হতো। নারী জানান, ‘আমার গড়ন নিয়ে স্বামী আমাকে প্রায়ই মোটা ও কালো বলত। আমার মতো কাউকে বিয়ে করে তার জীবন শেষ হয়ে গেছে।’ 

তিনি আরও জানান, স্বামী নারীদের অশালীন ভিডিও দেখতেন এবং অন্য নারীদের সঙ্গে সম্পর্ক রাখতেন। একবার এক নারী ‘মাহি’র সঙ্গে তার চ্যাট ধরে ফেললে স্বামী তাকে চড় মারে।

তিনি অভিযোগে উল্লেখ করেন, নিজের গর্ভধারণের খবর শ্বশুরবাড়িকে জানালে তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পরে তার ননদ রুচি একটি ওষুধ খেতে দেন। পরে তিনি অনলাইনে খুঁজে জানতে পারেন, সেটি গর্ভপাতের ওষুধ। এর কিছুদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পর জানা যায়, তার গর্ভপাত হয়ে গেছে।

এরপর গত ২৬ জুলাই তিনি শ্বশুরবাড়ি ফিরে গেলে তারা তাকে বাড়িতে ঢুকতে দেয়নি এবং তার গয়না ও কাপড়চোপড় ফেরত দেয়নি। বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন।

নারীটি ১৪ আগস্ট গাজিয়াবাদ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে—পণদানের জন্য চাপ সৃষ্টি, শারীরিক ও মানসিক নির্যাতন, গর্ভপাত ঘটানো, ব্ল্যাকমেইল, এবং বিবাহ বিচ্ছেদের হুমকির মতো গুরুতর অভিযোগ।

গাজিয়াবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) ধবল জয়সওয়াল জানান, স্বামী শিবম উজ্জ্বল ও তার পরিবারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা (এফআইআর) নেওয়া হয়েছে। তদন্ত চলছে এবং পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা জরু…
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিসিবি পরিচালকের পদত্যাগ—নাকি বন্ধ থাকবে বিপিএল?
  • ১৪ জানুয়ারি ২০২৬
চবি উপ-উপাচার্যের মেয়ের রেজাল্ট শিট প্রকাশের দাবি জানিয়ে যা…
  • ১৪ জানুয়ারি ২০২৬
প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া বিএনপি প্রার্থীকে কারণ দর্শান…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9