মার্কিন শুল্ক: ভারতের পাশাপাশি চীনের বিনিয়োগকারীও কাজে লাগাতে চান বাংলাদেশের বাজার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:০৮ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৯:৪৬ AM
ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য সমঝোতা না হলে আগামী ২৭ অগস্ট থেকে তা কার্যকর হতে পারে। এ নিয়ে দেশের ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন। ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে ইতিমধ্যে। আরও ২৫ শতাংশ আরোপের হুঁশিয়ারি রয়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি করতে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা। চড়া শুল্কের কারণে ব্যবসা মার খাচ্ছে। কেউ কেউ কৌশলে সঙ্কট থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করেছেন। তারা যোগাযোগ করছেন বাংলাদেশের সঙ্গে।
বাংলাদেশ, পাকিস্তানসহ বাকি দেশগুলোর ওপরও ট্রাম্প শুল্ক আরোপ করেছেন। বাংলাদেশের পণ্যে শুল্ক এখন ২০ শতাংশ, চীনের পণ্যে ৩০ শতাংশ। ৫০ শতাংশের ঘোষণা কার্যকর হলে ভারতের শুল্কের হারই হবে সর্বোচ্চ। এ পরিস্থিতিতে দেশটির বিভিন্ন বাজারে আমেরিকা থেকে যে সব অর্ডার এসেছিল, তা বাতিল হয়ে যাচ্ছে। মার্কিন ক্রেতারা হয় অর্ডার স্থগিত করছেন, নয়তো বাতিলের কথা বলছেন। বিকল্প হিসেবে কম শুল্কের দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তারা। এর মধ্যে অন্যতম বাংলাদেশ।
বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, বহু মার্কিন সংস্থা দেশের কারখানায় পোশাক তৈরির অর্ডার দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ভারতের বাতিল করা অর্ডার বাংলাদেশে যাচ্ছে। এমনকি ভারত থেকে বড় ব্যবসায়ীরাও বাংলাদেশের সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। দীর্ঘ মেয়াদে মার্কিন বাজার ধরে রাখার কৌশল হিসেবে বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছেন তারা। বাংলাদেশের শীর্ষ রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারত থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকেও হয়নি কোনো চুক্তি
বাংলাদেশের ওপর শুল্ক তুলনামূলক কম থাকায় যুক্তরাষ্ট্র থেকে বরাত দিন দিন বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে কারখানায় শ্রমিকেরা হিমশিম খাচ্ছেন। রেডিমেড পোশাক তৈরির এক সংস্থার পরিচালক জানিয়েছেন, গত বছরের চেয়ে এবার বরাত কয়েক গুণ বেড়েছে। এতে রফতানি বাড়বে। কিন্তু তা কতটা স্থায়ী হবে, তা নিয়ে চিন্তা রয়েছে। কারণ ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়নি। যদি শুল্ক পরে কমে যায়, এ মার্কিন ক্রেতারা আবার ভারতের ব্যবসায়ীদের কাছে ফিরে যেতে পারেন।
মার্কিন শুল্ক ঘোষণার পর চীনের অনেক বিনিয়োগকারীও বাংলাদেশের বাজারকে কাজে লাগাতে চাইছেন। তারা বাংলাদেশে পোশাক তৈরির কারখানা গড়তে আগ্রহী। সে অনুযায়ী বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। খবর: আনন্দবাজার।