যুক্তরাষ্ট্রের ওপর থেকে ২৪ শতাংশ শুল্ক প্রত্যাহার চীনের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৪:৫৪ PM
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঘোষিত তিন মাসের শুল্ক বিরতির অংশ হিসেবে ওয়াশিংটনের ওপর থেকে ২৪ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহার করেছে বেইজিং। মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে চীনের রপ্তানি শুল্ক নিয়ন্ত্রক সংস্থা কাস্টমস ট্যারিফ কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। এই শুল্ক প্রত্যাহার ৯০ দিনের জন্য কার্যকর থাকবে, যা শুল্ক বিরতির মেয়াদের সমান। কমিশনের ঘোষণা অনুযায়ী, সিদ্ধান্তটি আজ ১২ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
এর আগে এপ্রিল মাসে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বব্যাপী বহু দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিলে যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা চরমে পৌঁছে। চীনের ওপর সর্বোচ্চ শুল্ক ধার্য করা হয়, যার পাল্টা প্রতিক্রিয়ায় বেইজিংও মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। একে অপরের পাল্টা পদক্ষেপে শুল্ক হার তিন অঙ্কে পৌঁছে যায়—ওয়াশিংটন চীনের ওপর ১৪৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করলে চীন মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসায়।
পরে মে মাসে দুই দেশের সরকারি কর্মকর্তাদের বৈঠকে তিন মাসের জন্য নতুন শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত হয়, যা আজ ১২ আগস্টে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই চীন শুল্ক বিরতি আরও তিন মাস বাড়াতে সম্মত হয়েছে। একইসঙ্গে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পও এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিরতির সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের ওপর ৩০ শতাংশ এবং চীনের বাজারে মার্কিন পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর থাকবে। মে থেকে আগস্ট পর্যন্ত এই হার বহাল ছিল এবং নতুন আদেশে আগামী ৯০ দিনও তা বহাল থাকবে।