ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কাতার

কাতারের পতাকা
কাতারের পতাকা  © সংগৃহীত

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা। আজ মঙ্গলবার (২৪ জুন) বার্তা সংস্থা এএফপি ও আল আরাবিয়া এমন প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রকাশিত এএফপির প্রতিবেদনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, তারা এ হামলার কঠোর নিন্দা জানাচ্ছে। এ ধরনের গুরুতর লঙ্ঘনের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার কাতারের আছে।

ইরানের এ হামলার ফলে কাতারে মার্কিন সামরিক স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে ইরান কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ এটি। তাখতরাভানচি বলেন, ইরান দুই দেশের মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক অব্যাহত রাখতে এবং জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ।


সর্বশেষ সংবাদ