ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত
ইরানের যুক্তরাষ্ট্রের হামলার এক দিন পর ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত অযৌক্তিক অজুহাত তৈরি করে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
ইরানের সরকার পরিবর্তন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ‘সরকার পরিবর্তন টার্মটার ব্যবহার রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু যদি ইরানের বর্তমান সরকার ইরানকে আবার মহান করতে অক্ষম হয়, তাহলে কেন সেখানে সরকার পরিবর্তন হবে না?’
এর আগে সকালেই তার প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের অভিযানটি সরকার পরিবর্তনের বিষয়ে ছিল না। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির শেষ দেখতে চেয়েছি।’
ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি ট্রাম্পের রিপাবলিকান দলের মধ্যেই একটি বিতর্কের বিষয়। এর আগে সবশেষ রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে মানব-বিধ্বংসী মারণাস্ত্র আছে, এমন অভিযোগ করে সরকার পরিবর্তনের ওপর জোর দিয়েছিলেন। পরে ওই অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছিল।
আরও পড়ুন: হরমুজ প্রণালী থেকে দুই সুপারট্যাংকারের ইউটার্ন
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। সরকার পরিবর্তন ও মধ্যপ্রাচ্যে মার্কিনদের যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে রিপাবলিকানদের বড় অংশের মধ্যেই আপত্তি আছে। প্রেসিডেন্ট ট্রাম্পও বুশ যুগের যুদ্ধবিরোধী মনোভাবকে কাজে লাগিয়েছিলেন।
সব মিলিয়ে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা শুধু দেশটির পররাষ্ট্রনীতির বিষয় নয় বরং এর মাধ্যমে ট্রাম্পকে তার অভ্যন্তরীণ হিসাব-নিকেশের ভারসাম্য করতে হয়েছে।
সূত্র: বিবিসি