মিসাইল ছুড়ে দিয়েছে ইরান © সংগৃহীত
ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা যুক্তরাষ্ট্র। শান্তি না এলে ইরানের জন্য বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ইরানে মার্কিন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর খেপেছে ইরানের মিত্ররা। তারা এখন যেকোনো সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এই উত্তেজনার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মিসাইল ছুড়ে দিয়েছে ইরান। এ খবর জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাতে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক ৩০টি রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের দিকে ইরানি ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক শনাক্ত করেছে। কর্তৃপক্ষ জনগণকে হামলার স্থান ও রেকর্ড প্রকাশ বা শেয়ার না করার’ আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন : শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান : প্রেসিডেন্ট
সিএনএন জানিয়েছে, রোববার সকালে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়ার পর ইসরায়েলি জরুরি উদ্ধারকারীরা সম্ভাব্য ১০টি স্থানে প্রস্তুতি নিয়েছে।
আইডিএফের দাবি, ইরান থেকে ইসরাইলে পৌঁছাতে ড্রোনগুলো কয়েক ঘণ্টা সময় নেয়। যার অর্থ সম্ভবত যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর আগেই সেগুলো উৎক্ষেপণ করা হয়েছিল।
ইসরাইলি সামরিক বাহিনীর মতে, মধ্যরাতের কিছুক্ষণ পরেই গোলান মালভূমির ওপর ইরানের আরেকটি ড্রোন আটক করা হয়।
মূলত ইরান-ইসরাইল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা আরও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।