শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান : প্রেসিডেন্ট

মাসুদ পেজেশকিয়ান
মাসুদ পেজেশকিয়ান  © সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অঙ্গীকার করে বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে এবং হুমকি কিংবা যুদ্ধের মাধ্যমে এই অধিকার কেড়ে নেওয়া যাবে না। ইরান ইসরায়েলি আগ্রাসনের প্রতি কঠোর প্রতিশোধমূলক জবাব দেবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে মাসুদ পেজেশকিয়ান এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

ফোনালাপে পেজেসকিয়ান বলেন, ইরান তার পারমাণবিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রস্তুত এবং এই নিয়ে আন্তর্জাতিকভাবে আস্থা গড়ার জন্য প্রয়োজনীয় নিশ্চয়তাও দিতে রাজি রয়েছে। যুদ্ধ ও হুমকির মাধ্যমে আন্তর্জাতিক আইনের অধীনে জাতিকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা অসম্ভব।

এ সময় তিনি ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে ইরানের জবাব হবে আরও ধ্বংসাত্মক জানিয়ে হুঁশিয়ারি দেন।

প্রেসিডেন্ট আরও বলেন, আমরা কোনোভাবেই পারমাণবিক কর্মকাণ্ড শূন্যে নামিয়ে আনা অনুমোদন করব না এবং ইহুদিবাদী সরকারের অব্যাহত আগ্রাসনের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরও নিষ্পেষণমূলক ও সিদ্ধান্তমূলক হবে।

ইরান সর্বদা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের বিষয়ে নিশ্চয়তা দেবে এবং আস্থা তৈরি করার জন্য প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করার জন্য ইহুদিবাদী সরকারকে শাস্তি দেওয়া প্রয়োজন।

গত ১৩ জুন ইরানে আগ্রাসন যুদ্ধ শুরু করে ইসরায়েল। তারা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণুবিজ্ঞানী এবং সাধারণ নাগরিকসহ প্রায় ৪০০ জনেরও বেশি নিহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!