‘এখনই স্থলযুদ্ধ নয়, আকাশেই চলবে সংঘাত’

১৭ জুন ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৯:২২ AM
জেরুজালেমের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র

জেরুজালেমের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

লন্ডনের কিংস কলেজের ‘ওয়ার স্টাডিজ’ বিভাগে সামরিক বিশ্লেষক ও গবেষক মারিনা মিরন বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধ আপাতত আকাশেই সীমাবদ্ধ থাকবে।

মারিনা মিরন বলেন, ‘প্রতিটি সম্ভাবনা বিবেচনায় নিতে হয়। যদি তার সম্ভাবনা কমও হয়। তবে এখনই ইসরায়েল ও ইরানের সেনাবাহিনীর মুখোমুখি স্থলযুদ্ধের সম্ভাবনা আমি পুরোপুরি নাকচ করব।’

তিনি বলেন, ইরান আয়তনে ইসরায়েলের চেয়ে ৭৫ গুণ বড়। তাই এর কৌশলগত অবস্থান ও গভীরতা অনেক বেশি। প্রশ্ন হলো, যদি স্থলযুদ্ধ হয়ও, সেটা কোথায় হবে? ইরাক হতে পারে, আবার সিরিয়াও হতে পারে। বিষয়টি অত্যন্ত জটিল।

বর্তমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে সামরিক বিশ্লেষক মারিনা মিরন বলেন, ‘এখন যা দেখা যাচ্ছে, তা হলো যুদ্ধ আকাশেই চলবে। ইসরায়েলের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ এবং এর উন্নত সংস্করণ, যা তারা ইরানের তুলনামূলক দুর্বল এয়ার ডিফেন্সের বিরুদ্ধে ব্যবহার করছে।’

আরও পড়ুন: তুষারের সঙ্গে কথোপকথনে এনসিপির নেত্রী তাসনূভা, সোশ্যাল মিডিয়ার দাবিটি ‘মিথ্যা’

মারিনা মিরন আরও বলেন, ইরানের একটি বড় সামরিক শক্তি রয়েছে, তা হলো এর ক্ষেপণাস্ত্র কর্মসূচি। দশকের পর দশক ধরে ইরান এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা অনেক রকম ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছে। এর মধ্যে রয়েছে ফাত্তাহ-১ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা অত্যন্ত শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে।

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬