বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একাংশের সংবাদ সম্মেলন

২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ PM
বাউফল প্রেসক্লাবে ছাত্রদলের একাংশের সংবাদ সম্মেলন

বাউফল প্রেসক্লাবে ছাত্রদলের একাংশের সংবাদ সম্মেলন © টিডিসি

পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত ও সাবেক নেতা-কর্মীরা। এ সময় নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা দেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবে ছাত্রদলের একাংশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সদস্যসচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুনঈমুল ইসলাম মিরাজ, বিদায়ী পৌর কমিটির সদস্যসচিব সাদিকুজ্জামান রাকিব, সদ্য বিদায়ী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ এবং নতুন কমিটির সিনিয়র সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া ও জুলাই অভ্যুত্থানে দৃষ্টিশক্তি হারানো ছাত্রনেতা কায়সার হোসেন। এ ছাড়া ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ছাত্রদলের একাংশের দাবি, উপজেলা ছাত্রদলের ৩৫ সদস্যের নতুন কমিটিতে পদ পাওয়া অন্তত ১৫ জন নেতা অছাত্র, বিবাহিত এবং ছাত্রলীগ থেকে অনুপ্রবেশকারী। এ সময় অভিযোগের পক্ষে তারা সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রমাণ উপস্থাপন করেন।

এ ছাড়া তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির আন্দোলন-সংগ্রামে যেসব ছাত্রদল নেতা রাজপথে সক্রিয় ছিলেন এবং একাধিকবার হামলা, নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদের মধ্যে দু-একজন ছাড়া কেউই নবনির্বাচিত কমিটিতে স্থান পাননি। এ বিষয়ে তারা একটি সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন। একই সঙ্গে উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবকে বর্জনের ঘোষণা দেন।

সিগারেট-নেশাকে ছেলেমেয়েরা প্রায়ই ফ্যাশনেবল মনে করে, বাস্তব…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘ফ্যমিলি কার্ড দেওয়ার নামে কিছু জায়গায় টাকা চাইছে প্রতারক চ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সি…
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কুল হবে ল্যাবরেটরি, কমিউনিটি ক্লিনিক মিনি হাসপাতাল’—৬ পয়ে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের জনসভা উপলক্ষে তোরণ দেওয়ায় সারজিস আলমকে শোকজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আবেদ…
  • ২৪ জানুয়ারি ২০২৬